একজন ইউটিউবার থেকে পুরোদস্তুর বক্সার বনে গেছেন মার্কিন জ্যাক পল। এবার তার জয়ের সাক্ষী করতে চান ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে।
আগামী রোববার (২৬ ফেব্রুয়ারি) সৌদি আরবের রিয়াদে বক্সিং প্রতিযোগিতায় অংশ নেবেন জ্যাক পল ও টমি ফিউরি। যেহেতু পর্তুগিজ তারকা রোনালদো এখন সৌদি আরবেই থাকেন, সেহেতু এই প্রতিযোগিতায় তার উপস্থিতি কামনা করেছেন জ্যাক পল।
মার্কার খবরে বলা হয়েছে, খেলাধুলার জগতে বড় তারকার নাম রোনালদো। তিনি যদি এই প্রতিযোগিতায় উপস্থিত হন, তা হলে বক্সিংয়ে দিনবদলের হাওয়া লাগতে পারে। সে সঙ্গে জ্যাক পলের ক্যারিয়ারে আসতে পারে ইতিবাচক পরিবর্তন।
এ বিষয়ে জ্যাক পল এক সাক্ষাৎকারে বলেন, ‘হ্যাঁ, আমি মনে করি তিনি (রোনালদো) আমাদের লড়াই দেখার জন্য আসবেন এবং আমি তাকে আমার জয়ের সাক্ষী করতে চাই।’
এ দিকে ডব্লিউবিসি সভাপতি মরিসিও সুলাইমান বলেছেন, ‘জ্যাক পল যদি টমি ফিউরিকে পরাজিত করতে পারেন, তা হলে তিনি কাউন্সিলের র্যাংকিংয়ে অন্তর্ভুক্ত হবেন।’
ভাগ্যবদলের এই সুযোগকেই কাজে লাগাতে চান মার্কিন এই খেলোয়াড়। টম ফিউরি একজন পেশাদার ইংলিশ বক্সার। তিনি এখন পর্যন্ত আটটিরও বেশি প্রতিযোগিতায় জয় পেয়েছেন।
বাবু/এ আর