দলের মধ্যে গ্রুপিং আগেও ছিলো না, এখনো নেই। সাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক কেমন, সেটা বড়ো বিষয় নয়। যখন দেশের জন্য খেলি, তখন ব্যক্তিগত সম্পর্কের কোনো প্রভাব থাকে না। ইংল্যান্ড সিরিজের প্রথম সংবাদ সম্মেলনে কথাগুলো বলেছেন, তামিম ইকবাল।
আগের দিন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন ক্রীড়াভিত্তিক অনলাইন ক্রিকবাজে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, সাকিব-তামিম দ্বন্দ্বে বর্তমানে বাংলাদেশের ড্রেসিংরুমের পরিবেশ ভালো নয়। স্বাভাকিব কারণেই আজ ইংলান্ড সিরিজের প্রথম সংবাদ সম্মেলনে তামিম ইকবালের কাছে বিষয়টা সম্পর্কে জানতে চান ক্রীড়া সাংবাদিকরা।
টাইগারদের ওয়ানডে অধিনায়কও বলেন, বাংলাদেশে তার ও সাকিবের সমর্থকদের ব্যাখা জানা জরুরি বলেই সবকিছু পরিস্কার করতে চান। তামিম জানান, সাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক যাই হোক, দেশের হয়ে খেলার সময় তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। দলের প্রয়োজনেই দু'জন দু'জনের সঙ্গে আলোচনা করে মাঠে যে কোনো সিদ্ধান্ত নেন। দলে আগেও কোনো গ্রুপিং ছিলো না, এখনো নেই। জানান, তামিম।
-বাবু/এ.এস