লিওনেল মেসির ৭০০ গোলের রেকর্ড গড়ার রাতে স্বমহিমায় উজ্জ্বল ছিলেন কিলিয়ান এমবাপ্পে। আর্জেন্টিনার কিংবদন্তির ৭০০তম গোলে পাস বাড়িয়েছিলেন তিনি। পরে দুটি গোলও করেন। রোববার রাতে লিগ ওয়ানের ম্যাচে মূলত তার একক নৈপুণ্যেই মার্সেইকে ৩-০ গোলে হারিয়েছে পিএসজি।
ম্যাচের প্রথমার্ধে এমবাপ্পের গোলে এগিয়ে যায় পিএসজি। ২৫ মিনিটের মাথায় মেসি পাস বাড়িয়েছিলেন। অপূর্ব দক্ষতায় সেখান থেকে গোল করেন তিনি। এর চার মিনিট পরে এমবাপ্পের পাস থেকে গোল করেন মেসি। দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন এমবাপ্পে। ফলে লিগের লড়াইয়ে সুবিধাজনক অবস্থায় পৌঁছে গেছে পিএসজি। লিগ তালিকার শীর্ষে তারা। ২৫ ম্যাচে এখন পিএসজির পয়েন্ট ৬০। দ্বিতীয় স্থানে থাকা মার্সেইয়ের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান ৮। রোববার ম্যাচের আগে কয়েকটি ম্যাচে পয়েন্ট নষ্ট করায় চাপে পড়েছিল পিএসজি। মার্সেইকে হারিয়ে তারা সেই চাপ কিছুটা কাটিয়ে উঠতে পেরেছে।
পিএসজির কোচকে কিছুটা ফুরফুরে মেজাজে দেখা গেছে। ম্যাচ শেষে এমবাপ্পের প্রশংসা করে পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের বলেন, ‘কখন কোন দিকে থাকতে হবে, এটা এমবাপ্পের জানা। খুব দ্রুত দৌড়াতেও পারে সে। তাছাড়া গোলের জন্য শুধু দারুণ দুটি পা নয়, গতিও অসাধারণভাবে কাজে লাগাতে পারে। এখন কাভানিকে ছুঁয়েছে, একদিন নিশ্চিতভাবে টপকেও যাবে।’
রোববার মার্সেইয়ের বিপক্ষে নিজের দ্বিতীয় গোলটি দিয়েই এডিনসন কাভানির রেকর্ড স্পর্শ করেন ২৪ বছর বয়সী তারকা। পিএসজির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এমবাপ্পের গোল এখন ২০০টি। দলটির হয়ে সমানসংখ্যক গোল করেছেন ২০১৩-২০ পর্যন্ত পিএসজিতে খেলা উরুগুয়ের স্ট্রাইকার কাভানি। চলতি মৌসুমেও এখন পর্যন্ত লিগ ওয়ানে সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে। ২১ ম্যাচে করেছেন ১৭ গোল। পিএসজির কোচ বলেন, ‘তার উপস্থিতি দলের জন্য গুরুত্বপূর্ণ। সে মাঠে থাকলে আমরা প্রয়োজনে অন্য কিছু নিয়ে ভাবতে পারি। তাকে পেলে দলের গভীরতা বাড়ে এবং প্রতিপক্ষের গোলমুখে আমরা আরও কার্যকর হয়ে উঠি।’
বাবু/এসআর