বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫ ২ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫
বিশ্বকাপ দল নিয়ে মুখ খুললেন পাপন
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: সোমবার, ৬ মার্চ, ২০২৩, ১১:০৭ PM


চলতি বছর বাংলাদেশ ক্রিকেট দলের ব্যস্ততা পাহাড় সমান। কেননা একের পর এক সিরিজ খেলতে ব্যস্ত সময় পার করবে টাইগাররা। সিরিজের পাশাপাশি রয়েছে এশিয়া কাপও। এমনকি এবছরই ভারতের মাটিতে বড় আসর ওয়ানডে বিশ্বকাপও। বিশ্বকাপ শুরু হতে কয়েক মাস দেরি থাকলেও এখন থেকেই পরিকল্পনা মাফিক এগিয়ে চলছে টাইগাররা।  


চলতি বছরের অক্টোবরে মাঠে গড়াবে বিশ্বকাপ। আর বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল কেমন হবে সেটা আসলে এখনই বলা মুশকিল। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন অবশ্য সোমবার কিছুটা আভাস দিয়েছেন। ইংল্যান্ডকে সিরিজের শেষ ওয়ানডেতে হারানোর পর পাপন কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। 


সেখানে বিসিবি বস বলছিলেন, 'এটাই যে বিশ্বকাপের দল হবে এটা এখনই বলা মুশকিল। ধরেন, আমার একটা খেলোয়াড়ের ইনজুরি হলো। সেটা ওপেনার, মিডল অর্ডার বা লোয়ার অর্ডার হতে পারে। ওই খেলোয়াড়ের বিকল্প দেখে রাখতে হবে। নতুন কোচ একজনের খেলা না দেখে বিশ্বকাপে নামিয়ে দেবে? যেটা হবে, এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে আমাদের দুটো সিরিজ আছে। ওই সিরিজে আমরা দুই-একজনকে বিশ্রাম দিয়ে নতুন একজনকে দেখতে পারি।’


পাপন যোগ করেন, ‘এর মানে এই না যে, সে (বিশ্রাম পাওয়া খেলোয়াড়) বাদ পড়ে গেছে। বিকল্প কী আছে সেটা দেখার জন্য। এটা নিয়ে দুশ্চিন্তা বা মিডিয়ার হুলুস্থুলের কিছু নেই। এশিয়া কাপের জন্য যে দল ঘোষণা হবে ওটাই হবে বিশ্বকাপের দল।’


বাবু/পিকু

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সাকিব   বিশ্বকাপ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত