শুক্রবার ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
শুক্রবার ৪ জুলাই ২০২৫
আমি জাদুকর না : হাথুরুসিংহে
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: বুধবার, ৮ মার্চ, ২০২৩, ৭:১৯ PM
দ্বিতীয় দফায় বাংলাদেশ দলের দায়িত্ব নিয়ে ঢাকা এসেছেন চন্ডিকা হাথুরুসিংহে। এসেই প্রথম সিরিজে জাদুর মত যে সব পাল্টে দিয়েছেন সেটা না। তবে খারাপও যে করেছেন সেটাও না। সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে ১-২ ব্যবধানে ইংল্যান্ডের কাছে হেরে গেছে টাইগাররা। আর হাথুরু অবশ্য নিজেকেও জাদুকর বলতে নারাজ।

বৃহস্পতিবার (৯ মার্চ) মাঠে গড়াবে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। তার আগে বুধবার সংবাদ সম্মেলনে এসেছিলেন টাইগারদের প্রধান কোচ হাথুরুসিংহে। সেখানে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ জিতবে কী না এমন প্রশ্নে হাথুরু বলেন, 'আমি জাদুকর নই বা এমন কেউ নই যে ভবিষ্যতে কী হবে তা বলে দিতে পারব! সিরিজে যা হয়, হবে। তবে আমাদের চেষ্টাটা জেতারই হবে।’

হাথুরু যোগ করেন, 'আমি আজই দেখলাম মাত্র, এটা মাত্র শুরু। ২০২৪ বিশ্বকাপের যাত্রার শুরু হলো আজ। অনেক কিছুই হবে। অনেক কাজই হবে। এখন কাজটা হচ্ছে আমাদের কী আছে, তা দেখার। এরপর কোথায় কাজ করতে হবে, তা ঠিক করতে হবে। কোথায় উন্নতি করা প্রয়োজন, কেমন গেমপ্ল্যান নিয়ে খেললে নিজেদের শক্তির সর্বোচ্চ ব্যবহারটা করা যাবে সেটা ঠিক করা যাবে। তো এখন মাত্র শুরু।’

টি-টোয়েন্টি ক্রিকেটে সবাই রান চায়। তবে চট্টগ্রামে খুব বেশি রান হবে না সেই বার্তা দিয়ে রাখলেন হাথুরু, ‘আমরা সবাই রান চাই। তাই না? এটাই বিনোদন। রানের জন্যই মানুষ খেলা দেখতে আসে। বোলাররা ভালো করলে অন্য হিসেব। তবে মানুষ রান দেখতেই আসে। ২০তম ওভারে ম্যাচ শেষ হতে দেখতে চায়। এমনকি টিভি ভিউয়ার, স্পন্সররাও এটাই চায়। আমরাও সেটাই চাই। আমার মনে হয় তৃতীয় ওয়ানডের পিচের মতোই উইকেট থাকবে। এত দ্রুত বদলে ফেলা যায় না।'

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  হাথুরুসিংহে  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত