গুরুতর অসুস্থ মালয়ালম ও তামিল ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা বালা। সোমবার (৬ মার্চ) সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
এ দিন লিভারে জটিলতা ও গ্যাস্ট্রোইনটেস্টাইনাল রোগের কারণে কোচির বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে এই অভিনেতাকে। বর্তমানে সেখানে আইসিইউতে রয়েছেন বালা।
হাসপাতাল কর্তৃপক্ষের জানিয়েছে, মঙ্গলবার (৭ মার্চ) থেকে অভিনেতার অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে তাকে আরও কয়েক ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে। এরপর লিভার প্রতিস্থাপন করা হবে এই অভিনেতার।
বালার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘শেফিক্কিন্টে সন্তোষাম’-এ দেখা গেছে। ২০২২ সালে ছবিটি ব্যাপক ঝড় তোলে বক্স অফিসে। বর্তমানে বালার হাতে রয়েছে ‘বিলাল’ এবং ‘স্থালাম’ নামে দুটি নতুন প্রজেক্ট।
খবর : হিন্দুস্তান টাইমস
-বাবু/এ.এস