মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
মেসি-এমবাপ্পের ক্লাব ছাড়া নিয়ে যা বললেন পিএসজি কোচ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ মার্চ, ২০২৩, ২:২৪ PM
সাম্প্রতিক সময়ে গুঞ্জনটা আবারও মাথাচড়া দিয়ে উঠেছে। অনেক মাধ্যমই বলছে ফরাসি ক্লাব পিএসজি ছাড়ছেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। এ নিয়ে কথা বলেছেন পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের। এমবাপ্পের বিষয়ে তিনি বলেছেন, ‘ক্লাবে থাকার জন্য আমার কিলিয়ানকে বোঝানোর প্রয়োজন নেই। কিলিয়ান নিজেই এটা বলবে। এ মুহূর্তে আপনি যে খেলোয়াড়কেই জিজ্ঞেস করেন, সবাইকে একই অবস্থায় পাবেন, দলের বিদায়ে তারা সবাই হতাশ।’

গালতিয়ের আরও দাবি করেছেন, প্রতি ম্যাচেই এমবাপ্পে প্রমাণ করে চলেছেন তিনি পিএসজিরই লোক। ভালো পারফর্ম করে দলকেও আরও উঁচুতে নিতে চান তিনি।
অন্যদিকে মেসি-রামোসের ক্লাব ছাড়ার বিষয়েও আলোচনা চলছে। এ বিষয়ে গালতিয়ের বলেছেন, ‘এ দুজন দারুণ খেলোয়াড়, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তাদের অবিশ্বাস্য রেকর্ড ও অর্জন আছে। তারা এ ধরনের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে সক্ষম।’

গালতিয়ের আরও বলেছেন, ‘তারা নিজেদের ক্যারিয়ার থেকেই জানে, কীভাবে চ্যাম্পিয়নস লিগ জিততে হয়। পাশাপাশি তাদের বাদ পড়ার অভিজ্ঞতাও আছে। এসবে তারা অভ্যস্ত। তারা অনেক উঁচু মাপের খেলোয়াড়। কীভাবে এক ম্যাচের তিক্ত অভিজ্ঞতা ভুলে অন্য ম্যাচ খেলতে হয়, তা তাদের জানা আছে। আর তাদের ব্যক্তিগত অবস্থান বা চুক্তির পরিস্থিতি নিয়ে যদি বলি তবে তারা এমন মানুষ, যারা এসব মুহূর্ত ভালোভাবেই সামলাতে পারে।’

বাবু/এ আর 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  মেসি-এমবাপ্পের    পিএসজি কোচ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত