সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
ওয়ানডে দল থেকে বাদ মাহমুদউল্লাহ, ফিরলেন ইয়াসির রাব্বি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রবিবার, ১২ মার্চ, ২০২৩, ৯:৪৫ PM

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথমবারের মতো ডাক পেয়েছেন জাকির হাসান। ১৮ মার্চ থেকে সিলেটে শুরু হবে এই সিরিজ।

পুর্নাঙ্গ সিরিজ খেলতে রোববার ঢাকা হয়ে সিলেট পৌঁছে আয়ারল্যান্ড দল। সফরের তিনটি ওয়ানডে ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। আর একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হবে ৪ এপ্রিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।

ওয়ানডে দল : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার, নাজমুল হোসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন,  তৌহিদ হৃদয়, ইয়াসির আলী, নাসুম আহমেদ, শরীফুল ইসলাম।


বাবু/মম

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত