মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
বাংলাদেশে পাওয়া চোটে আইপিএল শেষ জ্যাকসের
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: বুধবার, ১৫ মার্চ, ২০২৩, ১০:৪৫ PM
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলেই ইংল্যান্ড দলে ডাক পেয়েছিলেন উইল জ্যাকস। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে খেলা এই ব্যাটার জাতীয় দলের হয়ে খেলতে কদিন আগেই আবারো এসেছিলেন বাংলাদেশে। তবে উরুর চোটে দুই ওয়ানডে খেলেই সিরিজের মাঝপথে দেশে ফিরতে হয়েছিল তাকে। সর্বনাশা চোটে বাংলাদেশের বিপক্ষে শেষ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন ইংলিশ এই ব্যাটার। এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকেও ছিটকে গেলেন তিনি। এক প্রতিবেদনে এমন খবর জানিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।

আসন্ন আইপিএলের নিলামে জ্যাকসকে ৩ কোটি ২০ লাখ টাকা দিয়ে কিনেছিল বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মূলত মিডল অর্ডার শক্তিশালী করতে দলে নেওয়া হয়েছিল আগ্রাসী এই ব্যাটারকে। তবে এবারের আসরে তাকে পাচ্ছে না ফ্র্যাঞ্চাইজিটি। 

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হওয়া জ্যাকসের চোট নিয়ে চিকিৎসকরা জানিয়েছেন, প্রায় দু’মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে। আর তাই এর মধ্যে শুরু হতে যাওয়া আইপিএলে পাওয়া যাবে না তাকে। 

আগামী ৩১ মার্চ থেকে শুরু হবে জনপ্রিয় ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএল। আর কোহলির বেঙ্গালুরু মাঠে নামবে আগামী ২ এপ্রিল। হাতে বেশি সময় না থাকায় জ্যাকসের বিকল্প বিদেশি ক্রিকেটারের কথা ভাবতে শুরু করেছে আরসিবি। শোনা যাচ্ছে তার বিকল্প হিসেবে নিউজিল্যান্ডের অলরাউন্ডার মিচেল ব্রেসওয়েলকে নেওয়ার কথা ভাবছে বেঙ্গালুরু কর্তৃপক্ষ। অবশ্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এখনো অভিষেক হয়নি ব্রেসওয়েলের। গত ডিসেম্বরের নিলামেও অবিক্রিত ছিলেন তিনি।

এদিকে, কোহলিরা উদ্বিগ্ন ইংল্যান্ডের আরও এক ব্যাটার রিচি টপলেকে নিয়েও। বাংলাদেশের বিপক্ষে সাদা বলের ক্রিকেটে তিনিও হালকা চোট পেয়েছেন। তবে তাকে নিয়ে আশাবাদী ফ্র্যাঞ্চাইজিটি।  

বাবু/মম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত