সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
দিল্লির অধিনায়ক ডেভিড ওয়ার্নার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩, ১২:২৪ PM

দিল্লি ক্যাপিটালসের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন ডেভিড ওয়ার্নার। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও তার নাম ঘোষণা করেনি দিল্লি। তবে ফ্র্যাঞ্চাইজিটির এক সূত্রের বরাত দিয়ে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো এ তথ্য জানিয়েছে।

মূলত দলটির হেড কোচ রিকি পন্টিংয়ের চাওয়াতেই ওয়ার্নারকে নেতৃত্ব দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। অস্ট্রেলিয়ার অভিজ্ঞ এই ওপেনার অবশ্য এর আগেও দিল্লির হয়ে নেতৃত্ব দিয়েছেন। 

এ নিয়ে দ্বিতীয়বারের মতো দিল্লির অধিনায়কত্ব পেলেন ওয়ার্নার। এর আগে ২০০৯ থেকে ২০১৩ সালের মধ্যে কয়েকটি ম্যাচে নেতৃত্ব দিতে দেখা যায় এই অজি ওপেনারকে। তখন অবশ্য দিল্লি ডেয়ারডেভিলস ফ্র্যাঞ্চাইজি ছিল।

আইপিএলে এখন পর্যন্ত ৬৯ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৩৫টিতে জয়ের দেখা পেয়েছে ওয়ার্নারের দল। হেরেছে ৩২টিতে। আর টাই হয়েছে দুটি ম্যাচ। ২০২২ সালে আইপিএলের মেগা নিলাম থেকে ৬.২৫ কোটি রুপিতে দিল্লিতে আসেন ওয়ার্নার।

এদিকে গত বছরের শেষ দিকে মারাত্মক সড়ক দুর্ঘটনার শিকার হন ঋষভ পান্ত। নানান ইনজুরিতে পড়ে দিল্লির নিয়মিত এই অধিনায়ক ২০২৩ সালের সমস্ত ক্রিকেট থেকেই ছিটকে গেছেন। আর তাই পান্তের বিকল্প ভাবতে হচ্ছে দিল্লিকে।

এ কারণেই ওয়ার্নারকে নেতৃত্বভার দিতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। জানা গেছে, অধিনায়ক হিসেবে দলটির অলরাউন্ডার অক্ষর প্যাটেলকেও বিবেচনা করতে চেয়েছিল ফ্র্যাঞ্চাইজিটির একপক্ষ। যদিও পন্টিংয়ের চাওয়াই চূড়ান্ত সিদ্ধান্তে রূপ নেয়।

বাবু/ এনবি
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  অধিনায়ক   নেতৃত্ব   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত