রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি জনপ্রিয় টেলি অভিনেত্রী শিবাঙ্গি জোশি
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩, ৩:৩৪ PM আপডেট: ১৬.০৩.২০২৩ ৪:৩৫ PM

গুরুতর অসুস্থ ‘ইয়ে রিস্তা ক্যায়া কেহলাতা হ্যায়’ খ্যাত অভিনেত্রী শিবাঙ্গি জোশি। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করে ভক্তদের সঙ্গে সেই খবর ভাগ করে নিয়েছেন তারকা। জানা গেছে, কিডনিজনিত সমস্যা রয়েছে তার।

এদিন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিজের একটি ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘বন্ধুরা, আমার কিডনিতে সংক্রমণ হয়েছে। কিছু দিন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাওয়ার পর বর্তমানে ভালো আছি। তোমাদের আশীর্বাদ, ভালোবাসার জোরেই সবটা সম্ভব হয়েছে। তোমরা তোমাদের শরীরের খেয়াল রেখো, সর্বদা হাইড্রেট থেকো।’

ছবিতে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন শিবাঙ্গি। চলছে স্যালাইন। মুহূর্তেই ভাইরাল অভিনেত্রীর সেই পোস্ট। লাইক, শেয়ারের সংখ্যা আকাশছোঁয়া। কমেন্টে অভিনেত্রীর সুস্থতা কামনা করেছেন তার ভক্তরা।

ভারতীয় টিভি সিরিয়ালের জনপ্রিয় মুখ শিবাঙ্গি। ২০১৩ সালে ‘খেলতি হ্যায় জিন্দেগি আঁখ মিছোলি’ দিয়ে অভিনয়ে যাত্রা শুরু করেন। ২০১৬ সালে ‘ইয়ে রিস্তা ক্যায়া কেহলাতা হ্যায়’ তে ‘নায়রা’ চরিত্রে বিপুল জনপ্রিয়তা পান। তারপর থেকে নিয়মিত হিন্দি সিরিয়ালে কাজ করেছেন তিনি।

গত বছর রোহিত শেঠির অ্যাডভেঞ্চার রিয়েলিটি শো ‘খাতরো কে খিলাড়ি’ (সিজন ১২)-তে অংশ নিয়েছিলেন শিবাঙ্গি জোশি।

বাবু/ এনবি
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  অভিনেত্রী   ছবি   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত