রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
চ্যাম্পিয়ন্স লিগ: কোয়ার্টার ফাইনালে চেলসিকে পেল রিয়াল মাদ্রিদ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ৬:০৫ PM

চলতি মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ইংলিশ ক্লাব চেলসিকে প্রতিপক্ষ হিসেবে পেল বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। এছাড়া পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ। প্রথমবার কোয়ার্টার ফাইনালে ওঠা  নাপোলিকে খেলতে হবে এসি মিলানের বিপক্ষে।

সুইজারল্যান্ডের নিওনে আজ (শুক্রবার) বাংলাদেশ সময় বিকেল ৫টায় কোয়ার্টার ফাইনালের ড্র অনুষ্ঠিত হয়েছে। 

চলতি চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত তিনটি ক্লাব রয়েছে, যারা একটি ম্যাচও হারেনি। তাদের মধ্যে রয়েছে ম্যানচেস্টার সিটি, পর্তুগিজ ক্লাব বেনফিকা এবং বায়ার্ন মিউনিখ। এ তিন ক্লাবের সঙ্গে শেষ আটে যোগ দেয় চেলসি, ইন্টার মিলান, এসি মিলান, নাপোলি ও রিয়াল মাদ্রিদ।    

দীর্ঘ ১২ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট নিশ্চিত করা ইন্টার মিলানের সঙ্গে রয়েছে ইতালির আরও দুই ক্লাব এসি মিলান এবং নাপোলি। চলতি মৌসুমে সবার ধরাছোঁয়ার বাইরে রয়েছে নাপোলি। লিগে শীর্ষস্থানের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগেও নিজের গ্রুপে শীর্ষে থেকে পরের রাউন্ডে উঠেছে তারা।

চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমে আনবিটেন থাকা দলগুলোর মধ্যে সবার চোখ এড়িয়ে গেছে পর্তুগিজ ক্লাব বেনফিকা। গ্রুপ পর্বে চার জয় ও দুই ড্র-তে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে ওঠে বেনফিকা। শেষ ষোলোতে বেলজিয়ামের ক্লাব ব্রুগকে দুই লেগ মিলিয়ে ৭-১ গোলে উড়িয়ে দিয়ে পরের রাউন্ড নিশ্চিত করে তারা।

এবার কোয়ার্টার ফাইনালে প্রথম লেগের ম্যাচগুলো হবে ১১ ও ১২ এপ্রিল। এক সপ্তাহ পর ১৮ ও ১৯ এপ্রিল হবে ফিরতি লেগের লড়াই।

যে যার মুখোমুখি

রিয়াল মাদ্রিদ-চেলসি
বেনফিকা-ইন্টার মিলান
ম্যানচেস্টার সিটি-বায়ার্ন মিউনিখ
এসি মিলান-নাপোলি
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  চ্যাম্পিয়ন্স লিগ   কোয়ার্টার ফাইনাল  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত