বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫ ১৯ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫
পেশোয়ারকে বিদায় করে ফাইনালে লাহোর
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ১২:০৯ PM
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) প্রথম চার বছরে সুবিধা করতে পারেনি লাহোর কালান্দার্স। সেই দলটিই পরের চার বছরে তিনবার খেলতে যাচ্ছে ফাইনালে। শুক্রবার রাতে টুর্নামেন্টের দ্বিতীয় এলিমেনটরে বাবর আজমের পেশোয়ার জালমিকে ৪ উইকেটে হারিয়েছে শাহিন শাহ আফ্রিদির লাহোর কালান্দার্স।

আজ (শনিবার) বাংলাদেশ সময় রাত আটটায় মোহাম্মদ রিজওয়ানের মুলতান সুলতানসের বিপক্ষে শিরোপা লড়াইয়ে নামবে শাহিন আফ্রিদির দল। গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে বাবর আজম ও মোহাম্মদ হারিসের ব্যাটে চড়ে ৫ উইকেটে ১৭১ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করিয়েছিল পেশোয়ার।

বাবর ২৫ বলে করেন ৪২ রান। হারিস ৫৪ বলে ১১ বাউন্ডারি আর ২ ছক্কায় খেলেন ৮৫ রানের বিধ্বংসী এক ইনিংস। এছাড়া ১৮ বলে অপরাজিত ২৫ করেন ভানুকা রাজাপাকসে। জামান খান ২০ রানে নেন ২টি উইকেট। রশিদ খান ২ উইকেট পেলেও ৪ ওভারে খরচ করেন ৪২।

জবাবে ওপেনার মির্জা বাইগের ৪২ বলে ৫৪ আর পরের দিনে স্যাম বিলিংস (২১ বলে ২৮) ও সিকান্দার রাজার (১৪ বলে ২৩) ব্যাটে সহজ জয়ের পথ তৈরি হয়ে যায় লাহোরের। শেষটা করেন অধিনায়ক শাহিন আফ্রিদি নিজেই। ৪ বলে একটি করে চার-ছক্কায় ১২ রানে অপরাজিত থেকে বিজয়ীর বেশে মাঠ ছাড়েন লাহোর দলপতি।

বাবু/এ আর 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  পেশোয়ারক   লাহোর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত