বুধবার ১৬ জুলাই ২০২৫ ১ শ্রাবণ ১৪৩২
বুধবার ১৬ জুলাই ২০২৫
ডিবি কার্যালয়ে সাকিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৯ মার্চ, ২০২৩, ৫:২৩ PM আপডেট: ১৯.০৩.২০২৩ ৫:২৭ PM
আয়ারল্যান্ডের বিপক্ষে গতকালই (১৮ মার্চ) ৯৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। আজ আবার  আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি)-এর ২১তম সমাবর্তনে উপস্থিত হয়ে গ্রহণ করেন গ্র্যাজুয়েশনের সনদ। 

সেখানে বক্তব্য প্রদান করে জানান পড়াশুনা নিয়ে নিজের মনের কথা, নিজের স্বপ্নের কথা। এবার গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে গেলেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় ও অধিনায়ক সাকিব আল হাসান। দুবাইয়ে স্বর্ণ দোকান উদ্বোধনের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাকিবকে ডিবি কার্যালয়ে তলব করা হয়েছিল। 

সেই ডাকে সাড়া দিতেই রোববার (১৯ মার্চ) বিকাল ৪টার দিকে সাকিব ডিবি প্রধান হারুন অর রশিদের রুমে যান। বর্তমানে ডিবি প্রধান হারুনের রুমে আছেন সাকিব।

এর আগে বৃহস্পতিবার (১৬ মার্চ) ডিবি প্রধান জানিয়ে ছিলেন, ডিবি থেকে নিষেধের পরও সাকিব আল হাসান ও হিরো আলম দুবাই গেছেন। তদন্তের প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করা হতে পারে তাদের। দুবাইয়ে ওই জুয়েলারির দোকানে কাদের বিনিয়োগ  রয়েছে, সেই বিষয়টিও খতিয়ে দেখা হবে। এবার সে ডাকেই সাড়া দিয়েছেন বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক। 

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:   ডিবি   কার্যালয়ে   সাকিব   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত