বছর ঘুরে আবার এসেছে পবিত্র রমজান। রমজানকে কেন্দ্র করে ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ প্রস্তুতি সম্পন্ন করেছে। কমানো হয়েছে পণ্যদ্রব্যের দাম।
তবে এবারের রমজানে কত ঘণ্টা রোজা রাখতে হবে তা নিয়ে চলছে আলোচনা।
এ বছর সবচেয়ে কম সময় রোজা রাখতে হবে যেসব দেশের মুসলিমদের-
বুয়েন্স আর্জেন্টিনা
সিউদাদ দেল এস্ত, প্যারাগুয়
কেপ টাউন, দক্ষিণ আফ্রিকার
মনটেভিডিও, উরুগুয়ে
ক্যানবেরা, অস্ট্রেলিয়া
পুয়ের্তো মন্ট, চিলির
ক্রাইস্টচার্চ, নিউ জিল্যান্ড
এসব শহরের বাসিন্দারের ১২ ঘণ্টা করে রোজা রাখতে হবে।
যেসব দেশে বেশি সময় রোজা রাখতে হবে-
নুক, গিনল্যান্ড
রেজাভিক, আইসল্যান্ড,
হেলসিংকি, ফিনল্যান্ড
স্কটহোম, সুইডেন
গ্লাসগো, স্কটল্যান্ড
এসব শহরের বাসিন্দাদের ১৭ ঘণ্টার বেশি রোজা রাখতে হবে। এছাড়া বাংলাদেশের মুসল্লিদের এ বছর ১৪ ঘণ্টা ব্যাপী রোজা রাখতে হবে।
সূত্র: খালিজ টাইমস
-বাবু/এ.এস