সোমবার ১৪ জুলাই ২০২৫ ৩০ আষাঢ় ১৪৩২
সোমবার ১৪ জুলাই ২০২৫
আমি বাহবা পেতে আসিনি : ডোনাল্ড
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: বুধবার, ২২ মার্চ, ২০২৩, ৪:০৪ PM আপডেট: ২২.০৩.২০২৩ ৪:০৭ PM
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের পেস বোলারদের উন্নতি চোখে পড়ার মতো। বিশেষ করে তাসকিন-এবাদত-হাসান মাহমুদরা প্রতি ম্যাচেই পরীক্ষায় ফেলছেন প্রতিপক্ষের ব্যাটারদের। খেলোয়াড়দের পাশাপাশি পেস বোলিং কোচ হিসেবে এই কৃতিত্ব অবশ্য প্রাপ্য অ্যালান ডোনাল্ডেরও। আফ্রিকান এই কিংবদন্তি পেসার জানালেন বাহবা পেতে তিনি আসেননি এখানে।

বুধবার (২২ মার্চ ) বাংলাদেশ-ইংল্যান্ডের ম্যাচ না থাকায় অনুশীলনে সময় কাটিয়েছে টাইগাররা। এরপর সিলেটে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন অ্যালান ডোনাল্ড। এ সময় তিনি বলেন, ‘কোচ হিসেবে আমরা এখানে বাহবা নিতে আসিনি, ইম্প্যাক্ট তৈরি করতে এসেছি। আমি অনেক সাক্ষাৎকারে আগেও বলেছি, এখানে শুধু একটা প্রোডাক্ট বিক্রি করতে পারি। এরপর ক্রিকেটাররা সেটাতে বিশ্বাস করতে পারে অথবা অন্তত চেষ্টা করে এরপর তারা আগ্রহী নাও হতে পারে।’  

ডোনাল্ড যোগ করেন, ‘আমি যেটা বলছি, এটা দেখা অসাধারণ যেভাবে পুরো একটা গ্রুপের ছেলেরা...শুধু গত ম্যাচে যারা খেলেছে, তারাই নয়। এখানে যারা নেই তারাও। হাসান মাহমুদ, শরিফুল, খালেদ; সবাই এই যাত্রার অংশ। এটা খুবই ভালো লাগছে। এটা দেখা অসাধারণ যে নতুন এপ্রোচ ও ভাবনার সঙ্গে মানিয়ে নিয়েছি।’

আইরিশদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দলের দুর্দান্ত বোলিং নিয়ে ডোনাল্ড বলেন, 'সম্মিলিতভাবেই দুর্দান্ত পারফরম্যান্স করেছে। এই জমাট মানসিকতার ব্যাপারে অনেকদিন ধরে বলছি। আমার মনে হয় এই দলের মানসিকতা যেভাবে মানিয়ে নিয়েছে, এটা দারুণ। এটা দেখা অসাধারণ যেভাবে আমরা প্রথম ম্যাচে বল করেছি। সবার ইমপ্যাক্ট ছিল, প্রশ্ন তৈরি করতে পেরেছি, সুযোগও বানিয়েছি। খুবই আনন্দিত এসব দেখে।’

এদিকে সিলেটের উইকেট নিয়ে ডোনাল্ড জানালেন, ‘আমাদের বলতে হবে এখানকার কিউরেটর খুব ভালো উইকেট দিয়েছে। এই উইকেটে পেস ও বাউন্স আছে, ধারাবাহিকভাবে ক্যারি করেছে, গতিও ছিল। এজন্য ব্যাটাররাও রান পাচ্ছে।’

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ডোনাল্ড  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত