সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
বাংলাদেশের পক্ষে ৪০০ রান অসম্ভব নয়
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: বুধবার, ২২ মার্চ, ২০২৩, ১০:৪০ PM
আয়ারল‌্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রান করে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে ৩৩৮ রান করে অস্ট্রেলিয়ার বিপক্ষে করা ৩৩৩ রানের রেকর্ড ভেঙে দেন সাকিব, তৌহিদ হৃদরা। ৪৮ ঘণ্টাও সেই রেকর্ড টেকেনি। দ্বিতীয় ওয়ানডেতে মুশফিকের ৬০ বলে সেঞ্চুরির ইনিংসে বাংলাদেশ ৩৪৯ রান জমা করে। যা ওয়ানডেতে বাংলাদেশের এখন পর্যন্ত সর্বোচ্চ।

যেভাবে ধারাবাহিক ব‌্যাটিংয়ে উন্নতি হচ্ছে তাতে ৪০০ রান করা বাংলাদেশের পক্ষে অসম্ভব নয় বলে মন্তব‌্য করেছেন বাংলাদেশের পেস বোলিং কোচ অ‌্যালান ডোনাল্ড। বুধবার (২২ মার্চ) সংবাদ সম্মেলনে ডোনাল্ড বলেছেন, ‘অবশ‌্যই ৪০০ রান সম্ভব। প্রথম ম্যাচে দুজন ৯০ রান করে আউট হয়েছে। পরের ম্যাচে দুজন ৭০ করেছে। মুশফিক অবশ্য ইনিংসটাকে বড় করেছে, ১০০ করেছে। আমরা ওই জুটিগুলোকে আরও গভীরে নিতে চাই। আয়ারল্যান্ডকে শেষ ১০ ওভারে নিতে চাই ৭ অথবা ৬ উইকেট হাতে রেখে। যেন আমরা আরও বেশি রান নিতে পারি। আমরা ওই জুটিগুলো আরও লম্বা করতে পারব। আমাদের ওই জুটিগুলো আরও বড় করতে হবে, ম্যাচটাকে আরও গভীরে নিতে হবে।’

নিজেদের ছাড়িয়ে যাওয়ার চ‌্যালেঞ্জ বাংলাদেশের সামনে। বড় দলগুলো আন্তর্জাতিক ক্রিকেটে বড় রান করছে। সেই রান তাড়া করে জিতছে আরেক দল। লিটন, সাকিব, মুশফিকরা ছুটছে সেই পথেই। গত বছর থেকে শুরু করে এখন পর্যন্ত ২০ ম‌্যাচে বাংলাদেশ আগে ব‌্যাটিং করেছে ১২ বার। যেখানে সর্বনিম্ন রান ১৯২, সর্বোচ্চ ৩৪৯। আগে ব‌্যাটিং করে পাঁচটিতে করেছে তিন’শর বেশি রান। ২৫০ পেরিয়েছে তিনবার। ২০০ থেকে ২৫০ রানের পুঁজি পেয়েছে দুটিতে এবং দুই’শর নিচে আছে দুটিতে।

বড় রান করলে বোলারদের আত্মবিশ্বাসও থাকে তুঙ্গে। তখন নিজেদের পরিকল্পনা আরও ভালোভাবে বাস্তবায়ন করা যায়। ডোনাল্ড যেন সেই কথাটাই বললেন, ‘দলগতভাবে আমরা যেভাবে নিজেদের অর্জনগুলো চাচ্ছিলাম সেভাবেই ধরা দিচ্ছে। সঙ্গে আমাদের দৃঢ় মানসিকতা ফুটে উঠছে। এভাবে দলগত সাফল‌্যগুলো ধারাবাহিকভাবে আসতে থাকলে একটা সময়ে পরাজয়ের ভয়টা বেরিয়ে যাবে। ব্যাটসম‌্যান-বোলারদের সম্মলিতি এ প্রচেষ্টাই দলের শক্তি।

বাবু/মম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বাংলাদেশ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত