বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
বিয়ে করে ফেললেন সেলেনা গোমেজ?
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ৩:৪৬ PM

সোশ্যাল মিডিয়ায় সেলেনা গোমেজের বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে, যেখানে বিয়ের সাজে দেখা গেছে সেলেনা গোমেজকে। এই মার্কিন পপ তারকার ছবিগুলোকে ঘিরে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। ভক্তদের মনে প্রশ্ন, তবে কি বিয়ে হয়ে গেছে সেলেনা গোমেজের?

ভাইরাল হওয়া ছবিগুলোতে সেলেনা গোমেজের পরনের সাদা লেস গাউন নজর কেড়েছে সবার। সঙ্গে ফ্লোরাল ওড়না। ঠোঁটে লাল লিপস্টিক।

সেলেনা ইনস্টাগ্রামে বিয়ের সাজে আরো কিছু ছবি শেয়ার করেছেন। ছবিগুলোতে অভিনেত্রীকে সহশিল্পী স্টিভ মার্টিন ও মার্টিন শর্টের সঙ্গে দেখা গেছে। ক্যাপশনে লিখেছেন, ‘ক্যাপশন নেই। সাধারণ কর্মমুখর একটি দিন।’ ট্যাগ করেছেন ‘হুলু’ এবং ‘ওনলি মার্ডারস’।

জানা গেছে, ছবিগুলো সেলেনা গোমেজের ‘ওনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’ ওয়েব সিরিজের শুটিংয়ের ছবি। ওয়েব সিরিজটির তৃতীয় সিজনের শুটিংয়ের দৃশ্য এগুলো।

শুটিংয়ের ছবি হলেও ভক্তরা বিয়ের সাজে সেলেনাকে দেখে মুগ্ধ। এক ভক্ত মন্তব্য করেছেন, ‘যেই ব্যক্তি সেলেনাকে বিয়ে করবেন, তিনি হবেন পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান!’ আরেকজন লিখেছেন, ‘সত্যিকারের বিয়ের সাজে দেখতে চাই।’

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ভাইরাল   সেলেনা গোমেজ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত