শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
আইপিএলে সাকিবদের ম্যাচ পাওয়া নিয়ে শঙ্কায় পাপন
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: শনিবার, ১ এপ্রিল, ২০২৩, ১:০৫ AM
শুক্রবার থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসর। আর চলতি এ আসরে বাংলাদেশ থেকে দল পেয়েছেন তিন ক্রিকেটার। সাকিব আল হাসান এবং লিটন দাস খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। এছাড়া পেসার মুস্তাফিজুর রহমান খেলবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। তবে আইপিএলে টাইগার ক্রিকেটারদের একাদশে থাকা নিয়ে শঙ্কায় রয়েছেন বিসিবি সভাপতি।

শুক্রবার (৩১ মার্চ) আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে হেরেছে টাইগাররা। যদিও আগেই সিরিজ জয় নিশ্চিত করে রেখেছিল সাকিবের দল। এদিন ম্যাচ শেষে চট্টগ্রামের মাঠে গণমাধ্যমে মুখোমুখি হন নাজমুল হাসান পাপন। এসময় পাপনের নিকট জানতে চাওয়া হয় আইপিএলে সাকিবদের কাছে প্রত্যাশার কথা।

পাপন বলেন, ‘প্রত্যাশা...খেলাবে কিনা তাও তো জানি না। আপনি যদি আমাকে কনফার্ম করতে পারেন খেলাবে তাহলে আমি প্রত্যাশা করতে পারি। যদি না খেলায় তাহলে কি প্রত্যাশা করব? আগে দেখি খেলায় কী না।’

দিন দুয়েক আগে গণমাধ্যমে ভেসে বেড়ায় আইপিএল খেলতে এনওসি পেয়েছেন সাকিবরা। তবে সেসব উড়িয়ে দিয়ে বিসিবি প্রধান বলেন, ‘আপনারা যদি এনওসি দিয়ে থাকেন তাহলে দিতে পারেন। আমরা এখনো দেইনি। আমরা এর বাইরে কিছু জানি না। একটা কথা বারবার বলতে হয়, প্রতিবার একই কথা বলে যাচ্ছি আপনাদের এবং এমনও দেখেছি, শুনেছি এনওসি নাকি দিয়েই দেওয়া হয়েছে। আশ্চর্য কথা। আমরা জানি না এটাই হলো সমস্যা।

বাবু/মম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  আইপিএল   সাকিব   পাপন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত