মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
সিনেমা জগতে ওয়াসিম আকরাম
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ১ এপ্রিল, ২০২৩, ১:০৩ PM
এবার স্ত্রীসহ সিনেমায় নাম লেখালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। একাধিক বিজ্ঞাপনে কাজ করার পর প্রথমবারের মতো ‘মানি ব্যাক গ্যারান্টি’ ওরফে ‘এমবিজি’ সিনেমায় অভিনয় করেছেন ওয়াসিম ও তার স্ত্রী শানিয়েরাও। খবর জিও নিউজের।

সিনেমাটিতে শুধু্ এই তারকা দম্পতিই নয়- অভিনেতা ফাওয়াদ খান, মির্জা গোহর রশিদ, শেহরিয়ার মুনাওয়ার, মানি ও মিকাল জুলফিকারসহ আরও কয়েকজন তারকাও রয়েছেন। জুলফিকার তার অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এমবিজির ট্রেলার শেয়ার করেছেন।

প্রতিবেদনে বলা হয়, আসন্ন ঈদুল ফিতরেই প্রেক্ষাগৃহে দেখানো হবে তারকাখচিত সিনেমাটি। নির্মাতারা ঘোষণা করেছেন ছবিটি আগামী এপ্রিলে মুক্তি পাবে। পাকিস্তানি অভিনেতা ফয়সাল কুরেশির লেখা ও পরিচালনায় সিনেমাটি অ্যাকশন এবং কমেডিধর্মী থ্রিলার।


বাবু/এ আর 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সিনেমা   ওয়াসিম আকরাম  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত