অফ স্টাম্পে পিচ করা শর্ট অব লেংথ ডেলিভারিটি অ্যাঙ্গেলে আরও বেরিয়ে যাচ্ছিল। পেছনের পায়ে দাঁড়িয়ে স্কয়ার কাট খেলার চেষ্টা করেন মুর। ব্যাটের বাইরের কানায় লাগা বল অনায়াসে গ্লাভসে নেন লিটন কুমার দাস।
দলীয় পঞ্চাশ পেরোনোর পরপর ১৬ রানে ফিরলেন মুর। ৩৫ ওভারে আয়ারল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ৫৬ রান। ইনিংস ব্যবধানে পরাজয় এড়াতে প্রয়োজন আরও ১০০ রান।
প্রথম ঘণ্টায় এই একটিই উইকেট পেল বাংলাদেশ। এক প্রান্ত আগলে রেখেছেন হ্যারি টেক্টর। ক্রিজে তার সঙ্গী লরকান টাকার। ১৬ ওভারে আয়ারল্যান্ড যোগ করতে পেরেছে ২৫ রান।
বাবু/এ আর