অভিষেক সিরিজেই দুর্দান্ত পারফরম্যান্সে সবার নজর কেড়েছিলেন ২২ বছর বয়সী অফ স্পিনার টড মার্ফি। এবার সেটিরই পুরস্কার পেলেন। প্রথমবারের মতো জায়গা পেলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে। প্রথমবার এই তালিকায় নাম উঠল এই মুহূর্তে অস্ট্রেলিয়ার দ্রুততম বোলার গণ্য করা ল্যান্স মরিসেরও। যদিও এখনও পর্যন্ত আন্তর্জাতিক অভিষেক হয়নি ২৫ বছর বয়সী এই ফাস্ট বোলারের। তবে ঘরোয়া ক্রিকেটে গতির ঝড় তুলে আছেন জাতীয় দলের আশেপাশেই।
ভারতের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, অ্যাশেজ এবং ওয়ানডে বিশ্বকাপসহ ঠাসা আন্তর্জাতিক সূচি বিবেচনা করে বেশ কিছুদিন আগেই সিদ্ধান্ত নেওয়া হয়, কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারের সংখ্যা ২০ থেকে বাড়িয়ে ২৪-এ নেওয়া হবে। আর তাই ২০২৩-২৪ এর ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) কেন্দ্রীয় চুক্তিতে মোট ২৪ জন খেলোয়াড়ের নাম ঘোষণা করা হয়। সেই তালিকায় শন অ্যাবট, ল্যান্স মরিস, মাইকেল নেসার এবং ঝাই রিচার্ডসনসহ ব্যাক-আপ অনেক ক্রিকেটারই সুযোগ পেয়েছেন।
তবে স্বাভাবিকভাবেই সাবেক সাদা বলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ, স্পিনার মিচেল সুইপ্সন, ম্যাথিউ ওয়েড, ম্যাথিউ রেনশ, পিটার হ্যান্ডসকম্ব এবং ম্যাথু কুইনম্যান নতুন চুক্তিতে জায়গা পাননি।
বাবু/এ আর