মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
অপেক্ষার প্রহর কাটল লিটনের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩, ১০:৪০ AM
আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজ শেষে বাংলাদেশ জাতীয় দলের আন্তর্জাতিক বিরতি শুরু হয়েছে। আর এতেই দম ফেলার ফুরসত পেলেন টাইগার ওপেনার লিটন দাস। তবে বিশ্রামের জন্য নয়, তার এই স্বস্তি প্রথমবারের মতো আইপিএলে যোগদানের সুযোগ পাওয়ায়। সদ্য সমাপ্ত সিরিজের কারণে বারবারই লিটনের আইপিএল যাত্রা পিছিয়ে যায়। অবশেষে লিটনের সেই অপেক্ষার পালা ফুরিয়েছে। তবে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে যোগ দেওয়ার আগে দেশের হয়ে একটি মাইলফলক স্পর্শ করেছেন এই ক্লাসিক ব্যাটার।

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে লিটনের ব্যাটিং ছিল বেশ মারকুটে। পূর্ণাঙ্গ টি-টোয়েন্টি মেজাজেই ব্যাট করেছেন তিনি। তবে তার এই মনোভাব আইপিএলের জন্য নয়, দলের আক্রমণাত্মক মানসিকতা বজায় রাখতেই তিনি স্ট্রাইক করে খেলেছেন। টাইগারদের জয় পাওয়া এই টেস্টের প্রথম ইনিংসে লিটন করেছিলেন ৪৩ রান। সে সময় তিনি নামেন ষষ্ঠ ব্যাটার হিসেবে। পরের ইনিংসে একই মনোভাব নিয়ে নামেন ওপেনিংয়ে। তবে বেশিক্ষণ টিকতে পারেননি লিটন। ১৮ বলের সেই ইনিংসে তিনি ২৩ রান করেছেন।

ছোট এই ক্যামিও দিয়ে লিটন প্রবেশ করেছেন ৬ হাজারি রানের ক্লাবে। আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে তার রান এখন ৬ হাজার ১। এই কীর্তি গড়তে তিনি খেলেছেন ১৭৫ ম্যাচ। এর মধ্যে ৩৮টি টেস্টে ২ হাজার ৩১৯, ৬৬টি ওয়ানডেতে ২ হাজার ৬৫ ও ৭১ টি-টোয়েন্টি ম্যাচে লিটন এক হাজার ৬১৭ রান করেছেন। তিন ফরম্যাট মিলিয়ে তার সেঞ্চুরি ও হাফসেঞ্চুরির সংখ্যা যথাক্রমে ৮ ও ৩৪। এছাড়া, টেস্টে ৩টি এবং ওয়ানডেতে ৫টি সেঞ্চুরি করেছেন টাইগারদের এই উইকেটরক্ষক ব্যাটার।

বাবু/এ আর 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  লিটন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত