ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গুজরাট টাইটানসের বিপক্ষে শেষ ওভারে ৫ ছক্কা হাঁকিয়ে কলকাতা নাইট রাইডার্সকে জয় এনে দিলেন রিংকু সিং। রোববার (৯ এপ্রিল) শ্বাসরুদ্ধকর ম্যাচে গুজরাটকে ৩ উইকেটে হারিয়েছে কলকাতা।
টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৪ রান সংগ্রহ করে গুজরাট। ২০৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শেষ বলে ৩ উইকেটে জয় তুলে নেয় কলকাতা। টস জিতে ব্যাট করতে নেমে গুজরাটকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার ঋদ্দিমান শাহ ও শিবমন গিল। শেষ পর্যন্ত সাই সুদর্শন ও বিজয় শঙ্করের ঝড়ো ফিফটিতে বড় সংগ্রহের ভীত পায় গুজরাট। শেষ পর্যন্ত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৪ রান সংগ্রহ করে গুজরাট। সাই সুদর্শন ৩৮ বলে ৫৩ ও বিজয় শঙ্কর ২৪ বলে ৬৩ রান করেন। কলকাতার পক্ষে সুনিল নারিন নেন ৩টি উইকেট
২০৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি কলকাতার। দলীয় ২৮ রানেই জোড়া উইকেট হারায় কলকাতা। তবে ভেঙ্কটেশ আইয়ার ও অধিনায়ক নিতিশ রানার ব্যাটে ঘুরে দাঁড়ায় কলকাতা। আইয়ার ৪০ বলে ৮৩ ও রানা ২৯ বলে ৪৫ রান করে আউট হলেও লড়াই চালিয়ে যান রিংকু সিং।
শেষ ওভারে জয়ের জন্য ২৮ রান প্রয়োজন হয় কলকাতার। এই ওভারে ৫ ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন রিংকু সিং। ২১ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন রিংকু সিং।