বিরাট কোহলি, ফ্যাফ ডু প্লেসি আর গ্লেন ম্যাক্সওয়েল-টপ অর্ডারের তিন তারকা ব্যাটারই ঝড় তুললেন। তাতে লখনৌ সুপার জায়ান্টস বোলারদের তুলোধুনো করে ২ উইকেট হারিয়ে ২১২ রানের পাহাড় গড়লো রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
টস জিতে ব্যাঙ্গালুরুকে ব্যাটিংয়ে পাঠানোই যেন কাল হয়েছে লখনৌর। কোহলি আর ডু প্লেসি উদ্বোধনী জুটিতে ৬৯ বলে তুলে দেন ৯৬ রান।
৪৪ বলে ৪টি করে চার-ছক্কায় কোহলি ৬১ করে ফিরলে ভাঙে এই জুটি। এরপর গ্লেন ম্যাক্সওয়েল আর ডু প্লেসি শুরু করেন তাণ্ডব। ৫০ বলে ১১৫ রানের বিধ্বংসী এক জুটি গড়েন তারা।
ম্যাক্সওয়েল ২৯ বলেই ৩ চার আর ৬ ছক্কায় খেলেন ৫৯ রানের দানবীয় এক ইনিংস। ম্যাক্সওয়েল শেষ পর্যন্ত অপরাজিতই থেকে যান। ব্যাঙ্গালুরু অধিনায়কের ৪৬ বলে গড়া ৭৯ রানের ঝোড়ো ইনিংসে ছিল ৫টি করে চার-ছক্কার মার।
লখনৌর মার্ক উড আর অমিত মিশ্র নেন একটি করে উইকেট।
বাবু/মম