এসেছিলেন অমিত সম্ভাবনা নিয়ে। শুরুতে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট হাতে ঝড় তুলে নিজেকে দারুণভাবে মেলে ধরেছিলেন। কিন্তু সময় গড়ানোর সাথে সাথে সেই সৌম্য সরকারের বিবর্ন রূপ ।
জাতীয় দলের হয়ে ১৬ টেস্ট, ৬১ ওয়ানডে এবং ৭২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেও নিজের অপরিহার্য্যতার প্রমাণ দিতে না পেরে এখন জাতীয় দলের বাইরে তিনি।
গতবারও মোহামেডানের হয়ে ভাল খেলেননি। এক পর্যায়ে একাদশের বাইরে চলে গিয়েছিলেন। এবারও সৌম্য সরকারের খারাপ অবস্থা। যেন রান করতে ভুলে গেছেন। মোহামেডান কর্মকর্তারা তাকে এবারও ড্রপ করে দেয়ার কথা ভাবছেন। কেন সৌম্য সরকারকে ড্রপ করার চিন্ত করা হবে না?
এবারের লিগে সৌম্য সরকারের রান ৮ ম্যাচে (১৬, ১, ১৭, ৪১, ৮, ৫৬, ১৩ ও ৯) = ১৬১। আজও (মঙ্গলবার) মাত্র ৯ রানে আউট হয়েছেন। ব্রাদার্সের উদ্বোধনী বোলার মোহর শেখের বলে কব্জির মোচড়ে ফ্লিক করতে গিয়ে ডিপ মিডউইকেট আর ব্যাকওয়াড স্কোয়ার লেগের মাঝামাঝি সীমানার ৫/৭ গজ আগে ধরা পড়েছেন সৌম্য।
একই বোলারকে ওই একই শটে বাউন্ডারি হাঁকানো সৌম্যর আউট দেখে হতাশ হাবিবুল বাশার। ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের গ্র্যান্ডস্ট্যান্ডের প্রেসিডেন্ট বক্সে বসে নিজ চোখে সৌম্যর আউট হওয়া দেখেছেন জাতীয় দলে নির্বাচক হাবিবুল বাশার। স্বীকার করলেন, সৌম্য প্রত্যাশা পূরণ করতে পারছে না।
‘সৌম্যর কাছে যে প্রত্যাশা ছিল, ঠিক সেটা পাচ্ছি না। অতীতে তার বেশ কিছু ভালো পারফরম্যান্স আছে বাংলাদেশের পক্ষে। কিন্তু সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে তার কাছ থেকে প্রত্যাশিত পারফরম্যান্স পাচ্ছি না। সে এখনো আমাদের চিন্তা-ভাবনার মধ্যে আছে। প্রত্যাশা ছিল ঘরোয়া ক্রিকেটে ভালো করবে। তাহলে আমাদের যে পুল সেটা বড় হয়। ওর সামর্থ্যের ব্যাপারে আমরা সবাই জানি। সেটার প্রকাশ ঘরোয়া ক্রিকেটে পুরোপুরি হচ্ছে না। একটুতো হতাশ অবশ্যই। ’
সৌম্যকে ফর্মে ফেরাতে টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের চিন্তা ভাবনা জানতে চাইলে বাশার বলেন, ‘দেখুন ওর (সৌম্য) সাথে তো সবাই কথা বলছে। যে সাপোর্টটা দেওয়া দরকার, মানসিক সাপোর্টটা তো তাকে সবসময় দেওয়া হয়। আপনি দেখেন সে দলের মধ্যেই আছে, আসা যাওয়ার মধ্যেই আছে। মাঝে মাঝে এসব থেকে বেরোতে ক্রিকেটারকে নিজেই পথ খুঁজতে হয়। সৌম্য সরকার কিন্তু অনেকদিন ধরে ক্রিকেট খেলছেন। যথেষ্ট অভিজ্ঞ ক্রিকেটার। মানসিক যে সাপোর্টটা সেটা সে সবসময় পায়। কিন্তু ওর নিজেকেই ঠিক করতে হবে আসলে ওর খেলাটা কি হবে।’
সুমন যোগ করেন, ‘সব ব্যাটারের ব্যাটিং প্ল্যান থাকে। নিজস্ব ব্যাটিং প্ল্যাান। কোন বোলারকে মারবো, কোন বোলারকে ঠেকাবো, কোন সাইডে বড়, কোন সাইডে ছোট, বাতাসটা কোনদিকে এরকম কিছু বেসিক জিনিস আছে। আমার মনে হয় সৌম্য সরকারের নিজেকে ঠিক করতে হবে ব্যাটিং প্ল্যান আসলে কিভাবে করতে চায়। আমি মনে করি সৌম্য অনেকদিন ধরে ক্রিকেট খেলছে, ওকে আসলে বোঝানোর তেমন কিছু নেই। আন্তর্জাতিক ক্রিকেটে তার অনেক সাফল্য। বড় বড় দলের বিপক্ষে ম্যাচ জেতানো ইনিংস আছে। ওকে খুব বেশি বোঝানোর নেই। কিন্তু তাকেই ঠিক করতে হবে তার ব্যাটিংটা কিভাবে এগোবে। ’
বাবু/মম