বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫ ১৯ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫
নিজের বড় প্রতিপক্ষের নাম জানালেন সাইফউদ্দিন
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: বুধবার, ১২ এপ্রিল, ২০২৩, ১০:৪২ PM
ইংল্যান্ড সিরিজের পর সবশেষ আয়ারল্যান্ডের বিপক্ষেও কোনো ফরম্যাটেই বাংলাদেশে দলে ছিলেন না মোহাম্মদ সাইফউদ্দিন। আসন্ন ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে দলেও জায়গা হয়নি এই পেস বোলিং অলরাউন্ডারের। তবে সাইফউদ্দিন বলছেন জীবনে উত্থান-পতন থাকেই। তবে আশা ছাড়ছেন না এখনই। ভালো খেলেই আবার ফিরতে চান দলে।

বুধবার ডিপিএলে নিজ দল আবাহনীর অনুশীলন শেষে মিরপুরে গণমাধ্যমে সাইফউদ্দিন বলেন, ‘জীবনে তো উত্থান-পতন থাকে। বাদ পড়বো, আবার ভালো খেলে হয়ত দলে ঢুকবো। এটা মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সবসময় চেষ্টা থাকে ফিট থাকার। যদি ফিট থাকি, আমি পারফর্ম করবো।'

এ সময় নিজের সবচেয়ে বড় প্রতিপক্ষের নাম জানিয়ে সাইফউদ্দিন বলেন, 'আমার সবচেয়ে বড় প্রতিপক্ষ হচ্ছে ইনজুরি। তবে আমি এখন পুরোপুরি সুস্থ এবং নিজেকে ফিট মনে করছি। যদি এভাবে কন্টিনিউ খেলতে থাকি, ইনশাআল্লাহ সুযোগ আসবে (দলে)।

তবে তিনি জানালেন, ‘ভালোর তো কোনো শেষ নেই। আমি আমার বোলিং নিয়ে পুরোপুরি খুশি না। আরও ভালো করতে পারলে আরও ভালো লাগবে। যেহেতু আরও পাঁচ ছয়টা ম্যাচ আছে, সুপার লিগে সব মিলিয়ে। এজন্য চেষ্টা করবো একটা চার বা পাঁচ উইকেট নিতে।’

‘জীবনে তো উত্থান-পতন থাকে। বাদ পড়বো, আবার ভালো খেলে হয়ত দলে ঢুকবো। এটা মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সবসময় চেষ্টা থাকে ফিট থাকা। যদি ফিট থাকি, আমি পারফর্ম করবো।'
ডিপিএলে নিজের চাহিদা নিয়ে এই পেসার আরো বলেন, ‘টুর্নামেন্ট শেষে যেন ২৫-৩০ উইকেট পাই ওই প্রস্তুতি নিচ্ছি। শেষ দুই তিনটা ম্যাচ কঠিন পেসারদের জন্য, প্রথম এক দুই ওভার পর আর খুব বেশি কিছু করার থাকে না পেসারদের। তারপরও কঠিন পরিস্থিতি মানিয়ে নেওয়ার জন্য যেটা করা দরকার সেটা নিয়ে ভাবছি।

বাবু/মম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত