হালের অন্যতম সেরা ক্রিকেটারদের একজন বিরাট কোহলি। তর্ক সাপেক্ষে সেরাও বটে। তবে কেউ কেউ মনে করেন কিংবদন্তি শচিন টেন্ডুলকারের চেয়েও প্রতিভাবান কোহলি। তবে সমর্থকদের এমন দাবি মানতে নারাজ ভারতের সাবেক এই অধিনায়ক। তার মতে, শচিনের মতো কিংবদন্তি সঙ্গে তাকে তুলনা দেওয়াটাই উচিত না। এমনকি শচিনকে ক্রিকেটীয় শক্তির উৎস মানেন কোহলি।
আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটিংয়ে যেসব রেকর্ড আছে তার বেশিরভাগই শচিনের। লমেয়া ক্যারিয়ারে বহু ইতিহাস গড়েছেন তিনি। যার একটি সেঞ্চুরির সেঞ্চুরি। এতদিন অনেকেই ভাবতেন এটা ধরা-ছোঁয়ার বাইরেই থাকবে। তবে এখন অনেকেই মনে করেন, এই রেকর্ড ভাঙ্গার সামর্থ্য রাখেন কোহলি।
কোহলি বলেন, ‘আমি প্রতিবারই হাসতে থাকি। যারা এই ধরণের কথা বলেন, তাদের খেলার সম্পর্কে কোনও রকম ধারণা নেই। আমায় যখন শচিনের সঙ্গে তুলনা করা হয়, তখন আমি বিব্রতবোধ করি। জানি এই সব মানুষরা পরিসংখ্যান দেখেই এই ধরনের কথা বলে। আমার কাছে শচিন টেন্ডুলকার সবসময় একটা আবেগের নাম। শচিন টেন্ডুলকার একটা চলমান শক্তির উৎস।’
‘কখনও শচিন টেন্ডুলকার এবং ভিভ রিচার্ডসনের সঙ্গে কারোর তুলনা করা উচিত নয়। তারা তাদের নিজেদের সময়কালের সেরা ক্রিকেটার। নিজেদের সময় খেলার মধ্যে একটা বিপ্লব এনেছে তারা। সমর্থকরা তাদেরকে ভরসা ও বিশ্বাস করে। ক্রিকেটে কোনও ক্রিকেটারের উপর বিশ্বাস করা খুবই একটা বিরল ব্যাপার।’-আরও যোগ করেন কোহলি।
বাবু/মম