ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএলে) চলমান আসরে ব্যাট হাতে বোলারদের বেশ পরীক্ষা নিচ্ছেন আবাহনীর ওপেনার নাঈম শেখ। রীতিমত ব্যাটকে তরবারি বানিয়ে এই বাঁ-হাতি ওপেনার প্রতিপক্ষ বোলারদের ওপর ছড়ি ঘুরাচ্ছেন। আসরের প্রথম রাউন্ড শেষে এখন পর্যন্ত সবার ওপরেই রয়েছেন নাঈম। তার পরই অবস্থান একই দলের আরেক ওপেনার এনামুল হক বিজয়।
নাঈম শেখ এবারের আসরে ১ সেঞ্চুরি ও ৭ হাফসেঞ্চুরির মাধ্যমে করেছেন ৭১৯ রান। রান সংগ্রহে তার স্ট্রাইক রেট ৯৫.২৩, একইসঙ্গে ম্যাচপ্রতি ৮৯.৮৮ গড় রয়েছে তার। আবাহনীর হয়ে এই রান করতে নাঈম শেখ ৭২টি চার ও ২০টি ছক্কা হাঁকিয়েছেন।
এর আগের ডিপিএলে রেকর্ড সর্বোচ্চ ১১৩৮ রান করেছিলেন বিজয়। তার সেই রানের ফোয়ারা চলছে চলতি আসরেও। আবাহনীর জার্সিতে এখন পর্যন্ত ১১ ইনিংসে ৩ সেঞ্চুরির সঙ্গে এই ডানহাতি ব্যাটার হাফসেঞ্চুরি করেছেন ২টি। ৭১.৫৬ গড় ও ১০০.৩১ স্ট্রাইক রেটে দুইয়ে থাকা বিজয় ৬৪৪ রান করেছেন।
তালিকায় তিনে আছেন ভারতের রবি তেজা। গাজী গ্রুপ ক্রিকেটার্সের এই ব্যাটার ১১ ইনিংসে ৬৩.৫০ গড় ও ৯৪.২৫ স্ট্রাইক রেটে করেছেন ৫০৮ রান। তালিকায় চার ও পাঁচ নম্বরে আছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের দুই ব্যাটার। ১১ ইনিংসে ৬০.২৫ গড়ে ৪৮২ রান করে ফজলে মাহমুদ রাব্বি আছেন চারে। পাঁচ নম্বরে থাকা সাইফ হাসান ৪৩.৮২ গড়ে ৪৮২ রান করেছেন।
বাবু/এ আর