শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
‘আতর বিবি’ চরিত্রে ফারজানা সুমি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩, ১:২৭ PM
এ প্রজন্মের অভিনেত্রী ফারজানা সুমি। নাটক ও বিজ্ঞাপনে নিয়মিত কাজ করছেন। সিনেমায়ও নাম লিখিয়েছেন এরই মধ্যে। প্রথম কাজ করেছেন অপূর্ব রানার পরিচালনায় সরকারি অনুদানপ্রাপ্ত ‘জলরং’ সিনেমায়। 

সম্প্রতি সুমি মিজানুর রহমান লাবুর পরিচালনায় আরও একটি সিনেমায় অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এর নাম ‘আতর বিবি’। এতে নাম ভূমিকায় অভিনয় করবেন ফারজানা সুমি। 

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ছোট্টবেলা থেকেই অভিনয়ের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখেছি। নানা সময়ে বিরতি এসেছে নানা কারণে। কিন্তু থেমে থাকিনি। জলরং সিনেমায় কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য কৃতজ্ঞতা শ্রদ্ধেয় অপূর্ব রানার প্রতি। 

পাশাপাশি আতর বিবিতেও নাম ভূমিকায় অভিনয় করার সুযোগ করে দেওয়ায় শ্রদ্ধেয় মিজানুর রহমান লাবু ভাইয়ের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা। এরই মধ্যে নিজেকে আতর বিবি রূপে উপস্থাপনের জন্য প্রস্তুত করছি।’  ঈদের পর সিনেমাটির শুটিং শুরু হবে বলে নির্মাতা জানিয়েছেন।


বাবু/এ আর 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ‘আতর বিবি’   সুমি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত