শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
বোলিংয়ে দেশি-বিদেশিদের সমান দাপট
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩, ১:১৫ PM
ইতোমধ্যে শেষ হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চলমান আসরের প্রথম রাউন্ড। সুপার লিগের জন্য ফিকশ্চারও চূড়ান্ত করা হয়েছে। আগামী ১ মে থেকে শুরু হওয়া ওই পর্বে প্রথম ম্যাচেই মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল আবাহনী ও মোহামেডান। প্রথম রাউন্ড শেষে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় রয়েছে বেশ চমক। শুরুর দিকে মোহাম্মদ সাইফউদ্দিন তালিকার শীর্ষে থাকলেও, পরবর্তীতে তার অবনমন হয়। দুর্দান্ত বল করে নম্বর ওয়ান পজিশনে ওঠে এসেছেন ভারতীয় বোলার পারভেজ রাসুল। তার সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন দেশীয় রবিউল হক।

কেবল শীর্ষস্থানই নয়, এখন পর্যন্ত বোলিংয়ের তালিকায় বিদেশিদেরই দাপট বেশি। প্রথম রাউন্ড শেষে পারভেজ রাসুল ১১ ম্যাচে ২৩ উইকেট নিয়েছেন। তিনি খেলছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে। ভারতীয় এই বোলারের সেরা বোলিং ফিগার ৩০ রান খরচায় ৪ উইকেট। সমান ম্যাচ খেলে নম্বর ওয়ানে থাকা রবিউল হকেরও উইকেট সংখ্যা ২৩টি। সিটি ক্লাবের এই পেসার আসরের এখন পর্যন্ত তিনবার ৪ উইকেট নিয়েছেন। নিজের সেরা বোলিংয়ের ম্যাচে রবিউল ৩৬ রানে পেয়েছেন ৪ উইকেট।

উইকেট শিকারে দ্বিতীয় অবস্থানে আছেন স্পিনার হাসান মুরাদ। শাইনপুকুরের বাঁ-হাতি এই স্পিনারের উইকেট সংখ্যা ২০টি। হাসান মুরাদের সেরা বোলিং ৪/২৭। যৌথভাবে তৃতীয় সর্বাধিক উইকেট শিকারি হলেন আবাহনীর পেসার সাইফউদ্দীন ও বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলাম। দুজনই ১৮টি করে উইকেট শিকার করেছেন।

১৭ উইকেট দখলে নিয়ে চতুর্থ স্থানে আছেন দু’জন বিদেশি ক্রিকেটার। মোহামেডানের ইংলিশ বাঁ-হাতি বোলার জ্যাক লিনটট আর লিজেন্ডস অফ রূপগঞ্জের ভারতীয় ক্রিকেটার চিরাগ জানি। ১৬ উইকেট নিয়ে মাশরাফি বিন মর্তুজা রয়েছেন পঞ্চম স্থানে। একইসঙ্গে শাইন পুকুরের ফরহাদ রেজা, গাজী গ্রুপের এনামুল হক ও সিটি ক্লাবের আসিফ হাসানও ১৬ উইকেট করে পেয়েছেন।

বাবু/এ আর 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  খেলা   ক্রিকেট  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত