শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
শ্রীলঙ্কাকে হারানো কঠিন হবে না : পিংকি
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩, ৯:৪৩ PM

পুরো ছয় পয়েন্ট পাওয়ার লক্ষ্যে শ্রীলঙ্কায় সিরিজ খেলতে গেছে বাংলাদেশের নারী ক্রিকেটাররা। আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় তারা সিরিজে সর্বোচ্চ সাফল্য পেতে চায়। দেশ ছাড়ার আগে টাইগ্রেস ব্যাটার ফারজানা হক পিংকি শ্রীলঙ্কাকে হারনো কঠিন হবে না বলে মন্তব্য করেছেন।

গণমাধ্যমের মুখোমুখি হয়ে পিংকি বলেন, ‌‘আমাদের একটা প্ল্যান ছিল এই সিরিজটা নিয়ে। আপনারা জানেন, খুলনায় সবসময় বেশি সুযোগ-সুবিধা দিয়ে প্র্যাকটিস করানো হয়। ওই সময়ে আমরা সবাই চেষ্টা করেছি, সর্বোচ্চ যতটুকু সুবিধা নিয়ে প্র্যাকটিস করা যায়। আমাদের প্রস্তুতি অনেক ভালো হয়েছে। শ্রীলঙ্কান কোচ অনেক ভালো পরিস্থিতি বোঝেন। তবে উনি বললে তো হবে না। কাজটা করতে হবে আমাদেরই। আমরা যদি প্রসেস ও প্ল্যান অনুযায়ী খেলতে পারি, অবশ্যই শ্রীলঙ্কাকে হারানো কঠিন হবে না।’

নিজের ব্যাটিং প্রসঙ্গে পিংকির উত্তর, ‘ব্যাট করাটা অবশ্যই সহজ কাজ নয়। স্পেশালি আমাদের ছোট ছোট প্রসেস নিয়ে কাজ করা হচ্ছে। প্রসেস অনুযায়ী প্ল্যান দিচ্ছেন কোচ। সেই অনুযায়ী করার চেষ্টা করছি। টপঅর্ডার থেকে ৬-৭ নম্বর পর্যন্ত ব্যাটাররা দলকে অনেক বড় জায়গায় নিয়ে যাওয়ার সামর্থ্য রাখে। আমি স্পেশালি টপ অর্ডার ব্যাটার, আমি ছোট ছোট টেকনিক নিয়েও কাজ করেছি। এবং ইনশাল্লাহ এর ফিডব্যাক শ্রীলঙ্কায় দিতে পারব।’

ভালো করার প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন, ‘প্রত্যেকটা সিরিজে স্ট্রং মানসিকতা নিয়ে যাওয়ার পরিকল্পনা থাকে। আমাদের দলের ইউনিটি অনেক ভালো। ম্যানেজমেন্ট সবসময় উন্নতি করার চেষ্টা করে। সিরিজটা যেন অনেক ভালোভাবে শুরু করতে পারি সেই চেষ্টা করছি আমরাও। সামনে আমাদের আরও কঠিন সিরিজ আছে। সেখানেও সবার প্রচেষ্টায় ভালো করার আশা রয়েছে।’


বাবু/মম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত