সাংবাদিকদের নিয়ে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের কুরুচিপূর্ণ মন্তব্যের পর সমালোচনার ঝড়ে বইয়ে গেছে ক্রীড়াঙ্গনে। সালাউদ্দিনের পর নোংরা মন্তব্য করেন সহসভাপতি কাজী নাবিল আহমেদও।
গত মঙ্গলবার (২ মে) বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশে নাবিল বলেছেন, ‘আমার রিকোয়েস্ট হচ্ছে অন্য। কে আন্ডারওয়্যার পরে বড় হয়েছে আর কে হয়নি সেটাও দেখতে হবে।’
কাজী নাবিলের এমন বিরূপ মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সমালোচনার শিকার হন নাবিল। যা নিয়ে দিনভর হয়েছে সমালোচনা। এরপরেই বাফুফের দেওয়া এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করে ক্ষমা চান কাজী নাবিল।
বুধবার রাত ১০টায় পাঠানো এক বিবৃতিতে নাবিল বলেছেন, ‘গত মঙ্গলবার (২ মে) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনের পূর্বে একটি অনভিপ্রেত ঘটনা ঘটেছে। সেখানে আমার সব সময়ের সহযাত্রী সম্মানিত সাংবাদিক ভাইদের নিয়ে করা আমার একটি মন্তব্যে তারা ভীষণ মর্মাহত হয়েছেন।
এই মন্তব্যের জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এ ধরনের মন্তব্য করা কোনোভাবেই আমার উচিত হয়নি। আমি নিজেও দীর্ঘদিন ধরে সংবাদপত্র শিল্পের সঙ্গে জড়িত। এ সেক্টরে আমাদের পারিবারিক সম্পর্কের বিষয়টি সবার জানা। এ মন্তব্য আমার ওপরও এসে পড়ে। তাই আপনাদের কেমন লাগছে সেটা আমি অনুভব করতে পারছি।’
তিনি আরো লিখেছেন, আশা করছি আমার সাংবাদিক ভাইয়েরা বরাবরের মতো আমার সঙ্গে থাকবেন। এর আগে গত ২ মে সাংবাদিকদের নিয়ে কটূক্তি করার কিছুক্ষণ পরেই এক ভিডিও বার্তায় ক্ষমা চান কাজী সালাউদ্দিন।
বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |