মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫ ৩১ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
ইংল্যান্ড সফরে পাওয়ার বেশি কিছু নেই: হাথুরু
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: সোমবার, ৮ মে, ২০২৩, ১১:২৭ PM
বাংলাদেশ দল আগামীকাল আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামতে যাচ্ছে। যদিও সিরিজ শুরুর আগে খুব একটা অনুশীলন করতে পারেনি টাইগাররা। কেননা বৃষ্টি বাধার সঙ্গে নানাবিধি কারণে মাঠের অনুশীলনটা আর ঠিকঠাক করে উঠতে পারেনি টাইগাররা। তবে বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের মতে এমন কন্ডিশনে খেলে বিশ্বকাপে বেশি কিছু দেখার নেই।

ম্যাচের আগের দিন আজ সোমবার ইংল্যান্ডের চেমসফোর্ডে অনুশীলন করেছে বাংলাদেশ দল। অনুশীলন শেষে অবশ্য গণমাধ্যমে কথা বলেছেন দলের প্রধান কোচ হাথুরুসিংহে। এ সময় তার কাছে জানতে চাওয়া হয়েছিল বিশ্বকাপ মাথায় রেখে এই সিরিজে পরীক্ষা-নিরীক্ষা করা হবে কিনা। 

হাথুরু বলছেন, ‘আমরা এখানকার মতো কন্ডিশনে ভারতে বিশ্বকাপ খেলবো না। এই সিরিজে আমরা জেতায় মনেযোগ দেব। এই কন্ডিশনে কেমন খেলি সেটা দেখবো। কন্ডিশনের কারণে এখান থেকে বিশ্বকাপে বেশি কিছু দেখার নেই।’ 

রনি তালুকদার এবং তাওহীদ হৃদয় এবারই প্রথম লন্ডন সফরে গিয়েছেন দলের সাথে। যে কারণে এমন কন্ডিমনে তাদের আগে খেলার অভিজ্ঞতা নেই। এই দুই টাইগার ক্রিকেটারকে নিয়ে হাথুরু বলছেন, 'আন্তর্জাতিক ক্রিকেট খেলতে হলে ও সফল হতে হলে সব কন্ডিশনে খেলতে হবে। এটা তাদের জন্য ভালো সুযোগ।'

বাবু/মম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত