বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
চোটে আয়ারল্যান্ড সিরিজ শেষ সাকিবের
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: রবিবার, ১৪ মে, ২০২৩, ১২:০৫ AM
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ক্যাচ ধরতে গিয়ে আঙুলে ব্যথা পেয়েছিলেন সাকিব আল হাসান। পরবর্তী সময়ে ওই আঙুল নিয়েও ফিল্ডিং করেছিলেন তিনি। এমনকি ব্যাট হাতেও বেশ সাবলীলভাবে ব্যাটিং করতে দেখা গিয়েছিল তাকে।

তবে একদিন না যেতেই শনিবার (১৩ মে) বাংলাদেশ শিবিরে এলো বড় দুঃসংবাদ। কেননা আঙুলের সেই ইনজুরির জন্য চার সপ্তাহের জন্য ছিটকে গেছেন সাকিব। যে কারণে রোববার (১৪ মে) সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে দেখা যাবে না এই তারকা অলরাউন্ডারকে। 

শুক্রবার (১২ মে) আঙুলে ব্যথা নিয়ে কোনো কিছু আন্দাজ করা যায়নি। তবে শনিবার জানা গেছে, আঙুলের সেই স্থানে ব্যথার পরিমাণ বেশি। আর এই ব্যথা না কমায় শেষ ম্যাচে দেখা যাবে না সাকিবকে।

এদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৩ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ। মূলত নাজমুল হোসেন শান্তর ১১৭ রানের পর, শেষ দিকে মুশফিকুর রহিমের অপরাজিত ৩৬ রানে ভর করে জয় তুলে নেয় তামিম ইকবালের দল। রোববার সিরিজের শেষ ওয়ানডেতে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে মাঠে নামবে টাইগাররা। ম্যাচটি মাঠে গড়াবে ইংল্যান্ডের চেমসফোর্ডে। 


বাবু/মম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত