শুক্রবার ১৮ জুলাই ২০২৫ ৩ শ্রাবণ ১৪৩২
শুক্রবার ১৮ জুলাই ২০২৫
সরে গেল দুই দল, ক্ষোভ জাহানারা-রুমানার
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: মঙ্গলবার, ১৬ মে, ২০২৩, ১০:৫১ PM
চলতি মাসের শেষ দিকে মাঠে গড়াচ্ছে নারী ক্রিকেটারদের নিয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগ। তবে প্রিমিয়ার লিগ শুরুর ঠিক আগে টুর্নামেন্ট থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও অ্যাজাক্স ক্লাব। ক্রিকেটারদের দলবদলের মধ্যে দুই ক্লাবের সরে যাওয়ায় ক্ষোভ জানিয়েছেন জাতীয় নারী ক্রিকেট দলের জাহানারা আলম ও রুমানা আহমেদ। 

সোমবার থেকে শুরু হয়েছে নারী ডিপিএল নবম আসরের রদবদল। তবে এরই মধ্যে দুইটি দল নিজেদের প্রত্যাহার করায় শঙ্কা বিরাজ করছে নারী ক্রিকেটারদের মধ্যে। লিগ শুরুর ঠিক আগ মুহুর্তে দল কমে যাওয়ায় ঝরে পড়বে অনেক ক্রিকেটার। জাতীয় দলের বাইরে থাকা অনেক নারী ক্রিকেটার প্রিমিয়ার লিগ খেলে উপার্জন করে থাকেন। তাই বাদ পড়া ক্রিকেটারদের ক্যারিয়ার নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। 

রদবদলের দ্বিতীয় দিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে টাইগ্রেস পেসার জাহানারা বলেন, 'দুইটা টিম খেলতে আসছেনা এটা খুবই খারাপ একটা বিষয় আমি বলবো। উইমেন্স ক্রিকেটের জন্য যে প্রত্যেকটা প্লেয়ার কিন্তু আশা নিয়ে থাকে সারাবছর। অক্লান্ত পরিশ্রম করে তারা নিজেরা। তাদের নিজেদের টাকা ইনভেস্ট করে ট্রেইনিং করে তারা কিন্তু সবসময় স্বাবলম্বী না। যারা ন্যাশনাল প্লেয়ার তারা স্বাবলম্বী আপনারা সবাই জানেন।'

'তো এদিক থেকে তারা অপেক্ষা করে থাকে বছর শেষে একটা প্রিমিয়ার লিগ হোক খেলবে সেখান থেকে যে এমাউন্টটা আসবে সেটা দিয়ে তারা পরের বছর ইনভেস্ট করবে ট্রেইনিংয়ে।এটা আসলে খুবই শোচনীয় এবং খুবই খারাপ একটা বিষয় হয়েছে। শেখ রাসেল কয়দিন আগেও উইথড্র করে নিয়েছে। গতকাল অ্যাজেক্স টিম উইথড্র করেছে এটা আসলে ঠিক হয়নি।'

জাহানারার মতো উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নারী দলের আরেক ক্রিকেটার রুমানা আহমেদ। রুমানার ভাষ্য, নিজেরা দল পেলেও অনেক সতীর্থ নারী ক্রিকেটার এবার খেলতে পারবে না। দল কমে যাওয়ায় যে সব ক্রিকেটার প্রিমিয়ার লিগ থেকে ছিটকে যাবে, তাদের কি হবে সে প্রশ্নও তুলেছেন তিনি।

'প্রতিযোগিতা আসলে বাড়ছে দিনদিন এটা সত্য কথা। কিন্তু এবার একটা ব্যাপার নিয়ে আসলে দুঃখজনক একটা ঘটনা ঘটেছে, গতকাল যে শুরু হয়েছে আমাদের দলবদল। কিন্তু শুনেছি দুইটা টিম (খেলবে না) করছে না। অনেকগুলো প্লেয়ার দেখা যাচ্ছে ওখান থেকে বের হয়ে যাচ্ছে। এদের কি হবে এটা নিয়ে একটু খারাপ লাগছে নিজেদের কাছে আমরা টিম পাচ্ছি। ভালো একচা পজিশনে আছি। ওই মেয়েগুলোর কি হবে।'


বাবু/মম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত