সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
রুক্মিণীর ফেসবুক পেজ হ্যাকড
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩, ৮:২৮ AM

বেশ কয়েকদিন আগে হ্যাকড হয় দেবের প্রযোজনা সংস্থার ইউটিউব চ্যানেল। এ বার প্রায় একই রকম ঘটনা ঘটল অভিনেত্রী রুক্মিণী মৈত্রের সঙ্গে। হ্যাকড হলো তার ফেসবুক পেজ।


সোমবার হঠাৎ অভিনেত্রীর প্রোফাইল থেকে একটি সম্প্রদায়ের ধর্মীয় নানা রিলস্ শেয়ার করা হয়। তাতেই তিনি বুঝতে পারেন হ্যাকড হয়েছে তার প্রোফাইল।


অভিনেত্রী নিজের ইনস্টাগ্রামে লেখেন, ‘আমার ফেসবুক পেজটি হ্যাকড হয়েছে। আমার সোশ্যাল মিডিয়া টিম গোটা বিষয়টি খতিয়ে দেখছে। আপনাদের কাছে কোনো ধরনের মেসেজ গেলে কোনো উত্তর দেবেন না, যতক্ষণ না আগামী কোনো নোটিশ দিচ্ছি।’


রুক্মিণীর ফেসবুকে প্রায় ২০ লাখ ফলোয়ার রয়েছেন। অভিনেত্রী তার ফেসবুক মূলত অনুরাগীদের সঙ্গে যোগাযোগ ও ব্র্যান্ড কোলাবরেশনের ক্ষেত্রে ব্যবহার করতেন। অভিনেত্রী শেষ পোস্ট করেন প্রায় মাস খানেক আগে। তার মালদ্বীপ ভ্রমণের ছবি থেকে একটি ছবিকে বাছাই করেই প্রোফাইল পিকচার করেন।


দেবের প্রযোজনা সংস্থার ইউটিউব চ্যানেল হ্যাকড হওয়ার সময় বেশ কিছু স্ক্রিনশট ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে একটি ইউটিউব চ্যানেলের হোম পেজ। উপরের দিকে রয়েছে দেব এবং মিঠুনের ‘প্রজাপতি’ ছবির পোস্টার। কিন্তু একটু নীচের দিকে চোখ যেতেই বিপত্তি! সেখানে সফটওয়্যার সম্পর্কিত একাধিক ভিডিও চোখে পড়ছে। যদিও পেজটা বিনোদনমূলক একটি চ্যানেলের।


বাবু/জেএম

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত