বুধবার ২ জুলাই ২০২৫ ১৮ আষাঢ় ১৪৩২
বুধবার ২ জুলাই ২০২৫
দুর্দান্ত ব্যাটিংয়ে জ্যোতির সেঞ্চুরি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৬ মে, ২০২৩, ৮:৩৯ AM

সেঞ্চুরি ছুঁতে তখন ৩ বলে প্রয়োজন ৯ রান। জোড়া চারে সেই পথে এগিয়ে গেলেন নিগার সুলতানা জ্যোতি। শেষ বলে সুইপ শটে এক রানে পেলেন তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া। দুর্দান্ত ব্যাটিংয়ে আগ্রাসী সেঞ্চুরির পর অবশ্য সাদামাটাভাবেই সারলেন উদযাপন।


ঢাকা প্রিমিয়ার নারী ক্রিকেট লিগের উদ্বোধনী দিনেই রুপালি ব্যাংক ক্রীড়া পরিষদের হয়ে সেঞ্চুরি উপহার দিলেন জ্যোতি। ৭৬ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক। সেঞ্চুরির হাতছানি থাকলেও একটুর জন্য পারেননি তার সতীর্থ ফারজানা হক। অভিজ্ঞ ব্যাটার অপরাজিত রয়ে যান ৯২ রানে।  


এছাড়া প্রথম দিন পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেছেন শারমিন আক্তার, আয়েশা রহমান, লেকি চাকমা, রুবাইয়া হায়দার ও সুমাইয়া আক্তার।


বৃহস্পতিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে জ্যোতির দুর্দান্ত ব্যাটিংয়ে গুলশান ইয়ুথ ক্লাবের বিপক্ষে ১৪৮ রানে জিতেছে রুপালি ব্যাংক। ২৮৭ রানের লক্ষ্যে পুরো ৫০ ওভার খেলে ৮ উইকেটে ১৩৮ রান করে গুলশান।


বাবু/জেএম 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত