মঙ্গলবার ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১ জুলাই ২০২৫
সাকিবের অনুপস্থিতিতে পেসই বাংলাদেশের আস্থা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৬ মে, ২০২৩, ১১:৪০ AM

ইংল্যান্ডের মাটিতে সদ্যঃসমাপ্ত আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আঙুলে চোট পেয়ে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন সাকিব আল হাসান।


তাই ঘরের মাঠে আসন্ন আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে তাকে পাওয়া যাবে না। সাকিবের জায়গায় দলকে নেতৃত্ব দেওয়ার কথা লিটন দাসের। কিন্তু অলরাউন্ডার সাকিবের ঘাটতি পূরণ হবে কিভাবে?


দুর্দান্ত স্পিন আক্রমণ নিয়েই বাংলাদেশে আসবে আফগান দল। বিপরীতে সাকিব না থাকায় স্পিনে শক্তি হারাবে বাংলাদেশ। এই পরিস্থিতিতে পেসারদের ওপর আস্থা রাখছেন হাবিবুল বাশার, ‘যদি আমাদের দলটা দেখেন, দুই বিভাগেই ভালো। সাকিবের বোলিং তো বাংলাদেশ অবশ্যই মিস করবে।'


'তবে সাকিব ছাড়া তাইজুল-মিরাজ আছে, তারাও টেস্টে যথেষ্ট ভালো বল করে। আমাদের ফাস্ট বোলিং ইউনিট অনেক সমৃদ্ধ। আমাদের যেমন দরকার, দল অনুযায়ী ওইরকম সিদ্ধান্ত নিতে পারি। সেটা নিয়ে অনেক আগেই চিন্তাভাবনা হয়ে গেছে।'-আরও যোগ করেন তিনি। 


বাবু/জেএম 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত