শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
নতুন দুইজন নির্বাচক নিয়োগ দিল বিসিবি
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩, ১১:০২ PM
বাংলাদেশ নারী দলের নির্বাচকের দায়িত্ব এতদিন সামলেছেন মঞ্জুরুল ইসলাম মঞ্জু। বেশ কয়েক বছর ধরেই দলটির একমাত্র নির্বাচক হিসেবে দায়িত্ব সামলেছেন বাংলাদেশ দলের সাবেক এই পেসার। তবে এবার সেই দায়িত্ব থেকে তাকে সরিয়ে দিল বিসিবি। মঞ্জুর জায়গায় অবশ্য নতুন দুইজন নির্বাচককে নিয়োগ দিয়েছে বিসিবি। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন নারী বিভাগের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল।

নতুন দুই নির্বাচক হলেন সাজ্জাদ আহমেদ শিপন ও সজল আহমেদ চৌধুরী। এছাড়া নারী ক্রিকেটে বয়সভিত্তিক দলের সাথে কাজ করবেন দুইজন কোচ। একজন হলেন ওহেদুল গনি। অন্যজন দীপু রয় চৌধুরী।

এদিকে জাতীয় দলের বাইরে নতুন করে মঞ্জুর ঠিকানা হতে যাচ্ছে বাংলাদেশ টাইগার্সে। সেখানেও নির্বাচকের ভূমিকায় দেখা যাবে সাবেক এই ক্রিকেটারকে। 

মঞ্জুকে নিয়ে বিসিবির পরিচালক নাদেল বলেন, 'মঞ্জুকে গেম ডেভেলপমেন্ট বা বাংলা টাইগার্সে দায়িত্ব দেওয়া হচ্ছে। সেক্ষত্রে নতুন করে একের অধিক নির্বাচক নিয়োগ দেওয়া হবে। কাকে নিবো এখনও সেটা নিয়ে আলোচনা হয়নি। তবে দুই একদিনের মধ্যেই আমরা জানিয়ে দেব।'

এর আগে ২০২০ সালে জাতীয় নারী ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্ব পাওয়া মঞ্জু পরবর্তীতে দলটির ম্যানেজারের দায়িত্ব পান। তবে সাম্প্রতিক সময়ে মঞ্জুর বিরুদ্ধে দলে কর্তৃত্ব ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ওঠে। তবে সেসবকে কারণ হিসেবে মানতে নারাজ নাদেল। তিনি বলেন, 'অভিযোগ কিছু না। সে তো বোর্ডের অধীনেই থাকছে। তাকে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো হচ্ছে।'

এদিকে নারী দলের সাথে নতুন করে বোলিং কোচ যোগ দিচ্ছেন। শ্রীলঙ্কান নারী জাতীয় দলের সহকারী কোচের পদে আছেন দিনুকা হেতিয়ারাচ্চি। তিনি এবার যোগ দিচ্ছেন বাংলাদেশ নারী দলের বোলিং কোচ হিসেবে। নাদেল বলেন, 'শ্রীলঙ্কা থেকে আসতেছে। দুই চারদিনের মধ্যেই চলে আসবে। সে শ্রীলঙ্কান জাতীয় দলের সাথেই রয়েছে এখন।' 


বাবু/মম


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত