শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
প্রথম দিনে পিছিয়ে বাংলাদেশ
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩, ১১:০৬ PM
ওয়েস্ট ইন্ডিজ 'এ' দলের বিপক্ষে শেষ চারদিনের ম্যাচে আজ মঙ্গলবার মাঠে নেমেছিল বাংলাদেশ 'এ' দল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শেষ ম্যাচের প্রথম দিনটা নিজেদের করে রাখতে পারেনি সাইফ হাসানের দল। দিন শেষে ৬ উইকেটে ৩২০ রান নিয়ে মাঠ ছেড়েছে ক্যারিবিয়ানরা।

দিনের শুরুতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ 'এ' দলের অধিনায়ক জশুয়া ডি সিলভা। ওপেনার ত্যাগনারায়েন চন্দরপল ৮৩ রানে ও জশুয়া ডি সিলভা ফেরেন ৮২ রানে। এছাড়া ৫৯ রান করেছেন অ্যালিক স্টিভেন। দিন শেষে ৫৬ রানে অপরাজিত রয়েছেন রেয়মন রেইফার।

শুরুতে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই ওপেনার ক্রিক ম্যাকেঞ্জিকে খালি হাতে ফেরান বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। এরপর দলীয় ১ রানে মুশফিক হাসানের বলে বিদায় নেন ৩ নম্বরে নামা জ্যাএম ম্যাককাস্কি।

পরবর্তীতে স্টিভেনকে নিয়ে ৮২ রানের জুটি গড়েন চন্দরপল। ৫৯ রানে থাকা অবস্থায় স্টিভেনকে ফেরান বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। এরপর ১৩২ রানের জুটি গড়েন চন্দরপল ও ডি সিলভা। ৮২ রান করে সিলভা বিদায়ের পর বেশিক্ষণ টিকেননি চন্দরপলও, ৮৩ রানের ইনিংস খেলা চন্দরপলকে উইকেটের পেছনে ক্যাচে পরিণত করেন মুশফিক হাসান। 

নাসুমের তৃতীয় শিকার হয়ে ১০ রানেই ফেরেন টেভিন ইনলাচ। ২৬০ রানে ৬ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ 'এ' দল। পরবর্তীতে দিনের বাকি অংশ দেখেশুনেই পার করেছেন রেয়মন রেইফার ও কেভিন সিনক্লিয়ার। বাংলাদেশ 'এ' দলের হয়ে ৯২ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নাসুমের। ২ টি নিয়েছেন মুশফিক, শরিফুলের শিকার ১ টি।

বাবু/মম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত