বুধবার ১৬ জুলাই ২০২৫ ১ শ্রাবণ ১৪৩২
বুধবার ১৬ জুলাই ২০২৫
কান্তে-পগবাকে ছাড়া দল ঘোষণা করলো ফ্রান্স
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩, ৯:০১ AM

জিব্রাল্টার ও গ্রিসের বিপক্ষে ইউরো বাছাই খেলবে ফ্রান্স। বাছাইপর্বের দুই ম্যাচকে সামনে রেখে বুধবার ২৩ সদস্যের দল ঘোষণা করেছে ফ্রান্স ফুটবল দল। কোচ দিদিয়ের দেশ্যমের ঘোষিত দলে নেই দুই অভিজ্ঞ মিডফিল্ডার এনগোলা কান্তে ও পল পগবা। ঘোষিত এই দলে ফিরেছেন ক্রিস্টোফার এনকুকু ও উসমান দেম্বেলে।


মূলত চোটের কারণে কান্তে-পগবাকে দলে রাখেননি কোচ দেশ্যম। চোটের কারণে ২০২২ কাতার বিশ্বকাপেও খেলতে পারেননি তারা। দুজনেই ২০১৮ বিশ্বকাপের দলে ছিলেন।


ইউরো বাছাইয়ের দলে আক্রমণভাগের নেতৃত্বে আছেন কিলিয়ান এমবাপ্পে ও অলিভিয়ার জিরুর মতো তারকা ফুটবলাররা। সঙ্গে আছেন কিংসলে কোমান, মার্কাস থুরাম ও রান্দাল কোলো মুয়ানি। রক্ষণভাগে ফোফানার সঙ্গে আছেন থিও হার্নান্দেজ, জুলস কুন্দে, ইব্রাহিমা কোনাতেরা। 


আগামী ১৬ জুন জিব্রাল্টারের মাঠে ও ১৯ জুন ঘরের মাঠে গ্রিসের বিপক্ষে খেলবে কাতার বিশ্বকাপের রানার্সআপরা।


২০২৪ ইউরো বাছাইয়ের ফ্রান্স দল:


গোলরক্ষক: আলফোনসো আরিওলা, মাইক মাইগনান, ব্রাইস সাম্বা।


ডিফেন্ডার: অ্যাক্সেল দিসাসি, ওয়েসলি ফোফানা, থিও হার্নান্দেজ, ইব্রাহিমা কোনাতে, জুলস কুন্দে, ফার্লান্দ মেন্দি, বেনিয়ামিন পাভার, দায়োত উপামেকানো।


মিডফিল্ডার: এদোয়ার্দো কামাভিঙ্গা, ইউসুফ ফোফানা, অ্যাড্রিয়েন রাবিওট, অরেলিয়ে চুয়ামেনি, আন্তোনি গ্রিজম্যান।


ফরোয়ার্ড: কিলিয়ান এমবাপ্পে, কিংসলে কোমান, উসমানে দেম্বেলে, অলিভিয়ার জিরু, মার্কাস থুরাম, রান্দাল কোলো মুয়ানি, ক্রিস্টোফার এনকুকু।


বাবু/জেএম 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত