শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
সিটির বিপক্ষে আত্মবিশ্বাসী ইন্টার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ৫ জুন, ২০২৩, ১০:১৯ AM

সাফল্যের রঙে এবারের সিরি আ রাঙাতে পারেনি ইন্টার মিলান। তৃতীয় স্থানে থেকে শেষ করেছে লিগ। তবে লিগে নিজেদের শেষ ম্যাচে তোরিনোর বিপক্ষে পাওয়া জয়ে অন্যরকম অনুপ্রেরণা খুঁজে নিচ্ছেন দলটির কোচ সিমোনে ইনজাগি। এই জয়ের রঙ মেখে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল রাঙাতে চান তিনি। 


ইউরোপ সেরার লড়াইয়ে আগামী ১০ জুন ইস্তানবুলে সিটির মুখোমুখি হবে ইন্টার। এর আগে নিজেদের সবশেষ ম্যাচে শনিবার মার্সেলো ব্রোজোভিচের একমাত্র গোলে তোরিনোকে হারিয়েছে ইনজাগির দল।


এদিকে সিটিও উড়ছে দারুণ ছন্দে। একই দিনে এফএ কাপের ফাইনালে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়ে ‘ডাবল’ পূরণ করেছে তারা। ওই জয়ের পর সিটি কোচ পেপ গার্দিওলা হিসেব কষতে শুরু করেছেন ‘ট্রেবল’-এর ছক।


দুর্বার সিটির স্বপ্ন গুঁড়িয়ে দেওয়া মোটেও সহজ হবে না ইন্টারের জন্য। তবে ইতালিয়ান লিগের দলটির সাম্প্রতিক ফর্ম বলছে তারাও ছেড়ে কথা বলবে না। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ১২ ম্যাচের ১১টিতে জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে তারাও।


তবে লিগে দলের পারফরম্যান্স নিয়ে হতাশা আড়াল করেননি ইনজাগি। ডিএজেডএনের সঙ্গে আলাপচারিতায় ইন্টার কোচ জানালেন, লিগে কিছু হারের চড়া মাশুল গুনতে হয়েছে তার দলের।


'জয়ের আনন্দ আছে, কিন্তু কিছু হার থেকে আমরা শিখেছি, যে হারগুলো আমাদেরকে লিগে এই অবস্থানে রেখেছে। আজ আমি জিততে চেয়েছিলাম, কেননা, এটার জন্য আমরা ক্লাব ও ক্লাবের সমর্থকদের কাছে ঋণী। টেবিলে নিজেদের অবস্থানের উন্নতি চেয়েছিলাম আমরা, সেরি আয় সবশেষ ৯ ম্যাচের আটটি জিতেছি।'


চোটের থাবায় মৌসুমে বেশ ভুগতে হয়েছে ইন্টারকে। সব বাধা পেরিয়ে তারা যে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠবে, এমন বাজি ধরার লোক ছিল না। তবে এখন আর পিছু ফিরে তাকাতে চান না ইনজাগি।


'ব্রোজোভিচ ও রোমেলো লুকাকুর মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড় পাঁচ মাসের মতো বাইরে ছিল। এটা কোনো অজুহাত নয়, কিন্তু তারা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। অবশ্যই ম্যাচ ও ট্রফি জয় আত্মবিশ্বাস বয়ে আনে এবং গত আড়াই মাসে আমরা দুর্দান্ত পারফরম করেছি, সেরি আর টেবিলে অন্যদের সঙ্গে দুরত্ব কমিয়ে আনতে। ফেব্রুয়ারিতে আমরা চ্যাম্পিয়ন্স লিগ জোন (লিগ টেবিলের সেরা চার) থেকে অনেক দূরে ছিলাম এবং সেটা ইন্টারের জন্য অগ্রহণযোগ্য ছিল।'


বাবু/জেএম

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত