৯ বছর পর দেশের মাটিতে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে মাঠে নামছে টাইগাররা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইতোমধ্যেই টস অনুষ্ঠিত হয়েছে। টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছে আফগানরা।
এদিকে বাংলাদেশ টিমে তিন পরিবর্তন এসেছে। একাদশে এসেছেন তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম এবং স্পিনার তাইজুল ইসলাম। ইনজুরির কারণে ছিটকে গেছেন পেসার এবাদত হোসেন। মুস্তাফিজুর রহমান আর হাসান মাহমুদকে বিশ্রাম দেওয়া হয়েছে।
গত শনিবার আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারের পর এবার হোয়াইটওয়াশ হওয়ার শঙ্কায় বাংলাদেশ। গত দুই ম্যাচে আফগান বোলারদের কাছে বলতে গেলে নাস্তানাবুদ হয়েছে বাংলাদেশে দল।
বাবু/এ.এস