বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
ভারতীয় অভিনেত্রী অপর্ণার ঝুলন্ত মরদেহ উদ্ধার
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩, ৩:২২ PM আপডেট: ০১.০৯.২০২৩ ৩:৩৩ PM

মাত্র ৩১ বছর বয়সে রহস্যজনকভাবে মারা গেছেন মালায়ালাম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী অপর্ণা নায়ার। বৃহস্পতিবার (৩১ আগস্ট) তিরুবন্তপুরমের বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় তাকে। এরপর তাকে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

প্রাথমিকভাবে জানা গেছে, আত্মহত্যাই করেছেন অভিনেত্রী। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে জানতে তার স্বামী এবং পরিবারকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। চলছে তদন্তও। জানা গেছে, যে সময় অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়, এসময় বাড়িতেই ছিলেন তার মা এবং বোন।

এদিকে মৃত্যুর ২২ ঘণ্টা আগে শেষবারের মত ইনস্টাগ্রামে পোস্ট করেন অভিনেত্রী। সেখানে নিজের ছোট মেয়ের সঙ্গে মিষ্টি ভিডিও করেছিলেন অপর্ণা। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বাজছে ঘুমপাড়ানি গান, মেয়ের উদ্দেশ্য লেখেন, ‘আমার উন্নি, ছোট্ট মিষ্টি মেয়ে’।

‘মেঘাতীর্থম’, ‘কলকি’, ‘কদালু পরঞ্জ কাড়া’-এর মতো অজস্র হিট ছবির অংশ থেকেছেন অপর্ণা নায়ার। মোহনলাল অভিনীত ‘চন্দ্রমুখী’ ছবিতে পাঞ্চালির চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

‘মাল্লু সিং’, ‘থাট্টাথিন মারায়াথু’, ‘জোশিয়াস রান বেবি রান’-এর ছবিরও অংশ থেকেছেন অপর্ণা। তার অন্যতম চর্চিত মেগা সিরিয়াল ‘চান্দনামাজা’ এবং ‘আত্মসাক্ষী’। তার অকাল মৃত্যুতে শোকস্তব্ধ ইন্ডাস্ট্রি।

সূত্র: হিন্দুস্থান টাইমস বাংলা 

বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত