সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে বড় পরাজয় দিয়েই ফাইনালে ওঠার মিশন শুরু করে বাংলাদেশ। তাই শিরোপা নির্ধারণী ম্যাচের আশা বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প নেই টাইগারদের। গুরুত্বপূর্ণ ম্যাচটির শুরু থেকেই দুর্দান্ত বোলিং করছিলেন তাসকিন আহমেদ এবং শরীফুল ইসলাম।
তাসকিনের প্রথম তিন-চারটি বল তো চোখেই বল দেখছিলো না লঙ্কান ওপেনাররা। হাসান মাহমুদের হাত থেকে রক্ষ পাননি দিমুথ করুনারত্নে। নিজের দ্বিতীয় ওভারের তৃতীয় বলটি শর্ট বল করেছিলেন হাসান। গতির সঙ্গে ছিল সুইং। তাতেই পরাস্ত করুনারত্নে। ব্যাট ছুঁয়ে বল যায় উইকেটের পেছনে। ১৭ বলে ১৮ রানে ফিরলেন তিনি।
করুনারত্নের বিদায়ের পর জুটি গড়েন নিশাঙ্কা ও মেন্ডিস। তবে সেই জুটি ভাঙেন শরীফুল। শরীফুলের স্লোয়ারে ব্যাট নামাতে দেরি করে ফেলেন নিশাঙ্কা। আম্পায়ার পল উইলসনের দেওয়া এলবিডব্লিউর সিদ্ধান্ত প্রায় সঙ্গে সঙ্গেই রিভিউ করেছিলেন, তবে বাঁচেননি। ৬০ বলে ৪০ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। ৫০ রান করা মেন্ডিসকেও ফেরান শরীফুল। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ১১৭।
বাবু/এ.এস