স্বপ্নই ফ্লিকের জন্য দুঃস্বপ্ন হয়ে দাড়াল! আশা ছিলো জার্মান জাতীয় দলের প্রধান কোচের পদ পেয়ে ভালো কিছু উপহার দেওয়ার তবে তা আর হলো না ফ্লিকের। জোয়াকিম লো’র পর হ্যান্সি ফ্লিককে অনেক প্রত্যাশা নিয়ে কোচের দায়িত্ব দিয়েছিল জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি)। কিন্তু প্রত্যাশা মেটানো তো দূরের কথা তার অধীনে জার্মানির পারফর্মেন্স গ্রাফ ক্রমশ নীচে নামছিল। সর্বশেষ জাপানের বিপক্ষে হারের পর আর তার ওপর ভরসা রাখতে পারেনি ডিএফবি। এর কয়েক ঘণ্টা পরই ফ্লিককে বরখাস্ত করে জার্মান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
বরখাস্ত হয়ে নতুন লজ্জ্বার রেকর্ড গড়েছেন ফ্লিক। জার্মান জাতীয় দলের প্রধান কোচের পদ সৃষ্টি করা হয় ১৯২৬ সালে। ৯৭ বছরের ইতিহাসে জার্মানির প্রথম কোচ হিসেবে বরখাস্ত হলেন ফ্লিক। ফ্লিকের জায়গায় ভারপ্রাপ্ত কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে রুডি ফোলারকে। ৬৩ বছর বয়সী ফোলারের অধীনেই ২০০২ বিশ্বকাপের ফাইনাল খেলেছিল জার্মানি। ফোলারের দ্বিতীয় অধ্যায়ের প্রথম অ্যাসাইনমেন্টে মঙ্গলবার রাতে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে জার্মানি।
জার্মানির দায়িত্ব নেওয়ার আগে দেশটির ক্লাব বায়ার্ন মিউনিখের কোচ ছিলেন ফ্লিক। বাভারিয়ানরা তার অধীনে রীতিমতো অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল। এমনকি সর্বশেষ মৌসুমেও বায়ার্নকে ট্রেবলসহ সম্ভাব্য সব শিরোপা জিতিয়েছিলেন ফ্লিক। কিন্তু সেই একই ব্যক্তি ক্লাব থেকে জাতীয় দলের কোচ হতেই যেন সব পরিস্থিতি বদলে গেলো।
কয়েকদিনের মধ্যেই ক্লাব আর আন্তর্জাতিক ফুটবলের পার্থক্য বোঝা শুরু করেন ফ্লিক। বায়ার্নের হয়ে আকাশছোঁয়া সাফল্য পাওয়া ফ্লিক জার্মানির কোচ হয়ে শুরু থেকেই আটকে ছিলেন ব্যর্থতার বৃত্তে। ২০২১ সালের আগস্টে বিশ্বকাপ জয়ী লো’র জায়গায় দায়িত্ব দেওয়া হয় ফ্লিককে। ৭৭০ দিন তিনি জার্মানদের হেড কোচের দায়িত্বে থাকতে পেরেছেন। এ সময়ে ১৭ ম্যাচে মাত্র ৪টিতে জিতেছে জার্মানি। সর্বশেষ জয় এসেছে ৬ মাস আগে। গত কাতার বিশ্বকাপেও গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে ৪ বারের বিশ্বকাপজয়ীরা।
অনেকদিন ধরেই চাকরি হারানোর শঙ্কা নিয়ে ঘুরছিলেন ফ্লিক। যেভাবে জার্মানি হারের বৃত্তে আটকে ছিল তাতে তার উপর আর কতদিন ভরসা রাখবে ডিএফবি সেটাই বড় প্রশ্ন ছিল। তবে এতদিন ভরসা রাখলেও জাপানের বিপক্ষে রোববার ৪-১ গোলে হারার পর তাকে বরখাস্তই করলো তারা।
ফ্লিককে বরখাস্তের ব্যাপারে ডিএফবি সভাপতি বার্নড নুয়েনডর্ফ বলেন, ‘হ্যান্সি ফ্লিক ও তার সহকারীদের আমি সম্মান জানাই। কিন্তু আমাদের কাছে প্রধান অগ্রাধিকার হলো মাঠের সাফল্য। কমিটির সদস্যদের মনে হয়েছে সাম্প্রতিক হতাশাজনক ফলের পর ছেলেদের মূল দলকে অনুপ্রেরণা জোগাতে নতুন কাউকে দরকার, দলকে আশাবাদ ও আত্মবিশ্বাসের চেতনায় গড়ে তোলা দরকার। তাই সিদ্ধান্তটা অনিবার্য হয়ে পড়েছিল। ব্যক্তিগতভাবে এটা (ফ্লিককে ছাঁটাই) আমার জীবনের অন্যতম কঠিন সিদ্ধান্ত।’
৯ মাস পর ইউরো চ্যাম্পিয়নশিপের পরবর্তী আসর মাঠে গড়াবে জার্মানিতে। অথচ এখন দেশটিকে নতুন হেড কোচের খোঁজে নামতে হচ্ছে। জার্মান গণমাধ্যমের খবর অনুযায়ী বায়ার্নেরই সাবেক কোচ ইউলিয়ান নাগলসমান ও আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের সাবেক কোচ অলিভার গ্লাসনার জার্মানির পরবর্তী কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন। তবে ফুটবলের দলবদলের বাজার বিশ্বস্ত সাংবাদিক ফাব্রিজিও রোমানো জানান, লিভারপুলের ইয়ুর্গেন ক্লপকেই কোচ হিসেবে চায় ডিএফবি। এজন্য ইতিমধ্যে তারা আলোচনাও শুরু করেছে।
বাবু/জেএম