ইশ সোধির স্পিন ঘূর্নিতে ছন্নছাড়া বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। জুনিয়র তামিম, সৌম্যের পর তার তৃতীয় শিকার হয়ে ফিরলেন হৃদয়। ৭ বলে ৪ রান করেন হৃদয়। ৭০ রানে ৪ উইকেট হারিয়ে শুরুতেই চাপে বাংলাদেশ।
২০২১ সালের পর আজই প্রথম ওয়ানডেতে ব্যাটিংয়ে নেমেছিলেন সৌম্য সরকার। কিন্তু ফেরার ম্যাচে মাত্র ২ বল টিকতে পেরেছেন তিনি, করতে পারেননি কোনো রান। এর আগে দুর্দান্ত শুরু করে জুনিয়র তামিমও ইনিংস বড় করতে ব্যর্থ, ফিরেছেন ১৫ রান করে। ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৬১ রান।
এরআগে একপাশে তামিম ইকবাল, অন্যপাশে তানজিদ হাসান তামিম। শুরুতেই লিটন ফিরলেও দুই তামিমে বাংলাদেশের স্কোরবোর্ডে রান উঠছে সাবলিল গতিতে। অবসর ভেঙে ফেরার পর চোট কাটিয়ে আজই প্রথম ব্যাটিংয়ে নামেন তামিম। শুরু থেকেই বেশ ভালো ছন্দে আছেন তিনি, হাঁকিয়েছেন বেশ কয়েকটি দর্শনীয় চার।
ব্যর্থতার বৃত্ত থেকে বেরই হতে পারছেন না লিটন। এশিয়া কাপে রান পেলেন না, আজও আউট হলেন মাত্র ১৬ বলে ৬ রান করে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশে সংগ্রহ ১৬ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৭৮ রান।
বাবু/জেএম