শুক্রবার ১৮ জুলাই ২০২৫ ৩ শ্রাবণ ১৪৩২
শুক্রবার ১৮ জুলাই ২০২৫
টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠাল নিউজিল্যান্ড
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩, ১১:৩৩ AM

বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে মুখোমুখি দুই পড়শি দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। দুদলই দারুণ ছন্দে থাকায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছে কিউইরা।

ধর্মশালায় টস জিতে অস্ট্রেলিয়াকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান টম লাথাম।

প্রথম পাঁচ ম্যাচের চারটিতে জিতে পয়েন্ট টেবিলের তিনে আছে নিউজিল্যান্ড। অন্যদিকে জোড়া হারে বিশ্বকাপ শুরুর পর টানা তিন ম্যাচ জিতে চারে উঠে এসেছে অস্ট্রেলিয়া।

সেমিফাইনালের পথে আরেক ধাপ এগিয়ে যেতে চোখ জয়ে দুদলেরই। ওয়ানডে বিশ্বকাপে দুই পড়শির মুখোমুখি লড়াইয়ে ৮-৩ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া।

প্রথম দুই ম্যাচে ভারত ও দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর আগ্রাসী ক্রিকেট খেলেই ঘুরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া। অপরদিকে, টানা চার জয়ের পর সবশেষ ম্যাচে স্বাগতিক ভারতের কাছে হেরেছে নিউজিল্যান্ড।

অস্ট্রেলিয়া একাদশ
ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ,মার্নাস লাবুশেন, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, এডাম জাম্পা ও জশ হ্যাজলউড।

নিউজিল্যান্ড একাদশ
ডেভন কনওয়ে, উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম লাথাম (অধিনায়ক), গ্লেন ফিলিপস, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লুকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।

বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  নিউজিল্যান্ড   অস্ট্রেলিয়া  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত