শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
ভোলাহাটে মাদ্রাসায় অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪, ৭:০২ PM
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার পোল্লাডাঙ্গা ইসলামপুর আলিম মাদ্রাসায় ৫জনকে অবৈধভাবে নিয়োগ দেয়ার অভিযোগ উঠেছে অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে নিয়োগ বাতিলের দাবীতে বৃহত্তর পোল্লাডাঙ্গাবাসির আয়োজনে ঘন্টাব্যাপী মানবন্ধনের আয়োজন করা হয়।

৩ জানুয়ারি (বুধবার) বেলা ১১টার দিকে মাদ্রাসার সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহঃ জিয়াউর রহমান মোবাইলে মানববন্ধনে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন। 

তিনি বলেন, এলাকার স্বার্থে অবৈধ নিয়োগ বাতিল করে বৈধভাবে নিয়োগ দিতে হবে।

অন্যান্য বক্তারা বলেন, নিয়োগ বাতিল না করা পর্যন্ত অধ্যক্ষকে প্রতিষ্ঠানে প্রবেশ করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। মানুষ যখন নির্বাচন ও শুক্রবারের নামাজ নিয়ে ব্যস্থ ঠিক এ সময় নিয়োগ কেলেংকারি করেছেন বলেও উল্লেখ করা হয়। এদের শাস্তি ও নিয়োগ বাতিলের দাবি জানানো হয়েছে। এ ছাড়াও অধ্যক্ষ ও সভাপতির পদত্যাগ দাবী করেন। 

বক্তারা আরো বলেন, যাদের নিয়োগ দেয়া হয়েছে তারা বিতর্কিত ব্যক্তি। নিয়োগ বাতিল না করলে পরবর্তীতে আরো কঠোর আন্দোলনের কঠোর হুঁশিয়ারি দেয়া হয় । নিয়োগ বাতিল না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়া হবে। স্থানীয় এমপিকেও নিয়োগ বিষয়ে কিছুই জানায়নি। অস্বচ্ছ নিয়োগ প্রক্রিয়াকে ঘৃণা ভরে প্রত্যাখান করে বক্তারা বক্তব্য রাখেন।

উল্লেখ্য, উপজেলা চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আব্দুল খালেক, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুল গাফফার মুকুল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন আলী শাহ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল হক, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ শরিফুল ইসলাম, দলদলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান বাচ্চু, দলদলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আরজেদ আলী ভুটু, বীর মুক্তিযোদ্ধা মোঃ মেশের আলীসহ অন্যরা।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত